আরও পড়ুন - বৃহস্পতিবার থেকে চালু হবে পরিষেবা, শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করলেন স্মৃতি ইরানি
স্মৃতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আগামী বছরের মধ্যেই হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো পরিষেবা যাতে চালু করা যায়, তার কাজ দ্রুততার সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ করছে। আশা করা যায়, সেই কাজও দ্রুত সম্পন্ন হবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, এ দিন বিকেলের দিকে শিয়ালদহ স্টেশনে এসে হাজির হন। সেখানে তিনি স্টেশনের সাউথ গেট দিয়ে প্রবেশ করেন। নর্থ গেটে অত্যাধিক ভিড় থাকার কারণে তিনি সাউথ গেট দিয়ে ঢোকেন। তিনি তার পর তিনি ট্রেনে ওঠেন। কিন্তু অত্যাধিক ভিড় থাকায তিনি ফুলবাগান যেতে পারেননি। তার পরেই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে তিনি বেরিয়ে যান। হাওড়ার মূল অনুষ্ঠানের আগে শিয়ালদহে স্টেশন দেখতে তিনি এসেছিলেন বলেই খবর।
advertisement
আরও পড়ুন: ৬২০০ কোটি টাকার ঋণখেলাপি মামলার শাস্তি, বিজয় মালিয়ার ৪ মাসের জেল, ২ হাজার জরিমানা!
আগামী বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হয়ে যাবে এই মেট্রো লাইনের। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে মেট্রো। রেল মন্ত্রকের আশা, এই মেট্রো স্টেশনে প্রতি দিন ৪০ থেকে ৫০ হাজার মানুষ যাত্রা করবেন। শিয়ালদহ দিয়ে শহরের অন্যতম কর্মক্ষেত্রে সল্টলেক সেক্টর ফাইভ জুড়ে যাওয়ায় এই সুবিধা অনেকেই গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।