বৃহস্পতিবার, দিল্লিতে আয়োজিত এই বৈঠকে চন্দ্রিমা বলেন, ‘‘বিমার প্রিমিয়ামের উপর জিএসটি মুকুবের সুরাহা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য কাউন্সিলকে রূপরেখা তৈরির কথা বলেছে রাজ্যগুলি। কোনও সংস্থা যাতে প্রিমিয়াম বাড়িয়ে দিতে না পারে, সেটা দেখাটা কেন্দ্রের দায়িত্ব।’’
advertisement
প্রসঙ্গত, বহুদিন ধরেই বিমার উপর থেকে জিএসটি বা কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার এ বিষয়ে সরব হয়েছেন তৃণমূলের অন্যান্য নেতানেতৃবৃন্দও। এমনকী গত বছর গত বছর লোকসভা ভোটের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে একটি চিঠিও লিখেছিলেন মমতা।
বিমার প্রিমিয়ামের উপর বর্তমানে ১৮ শতাংশ জিএসটি রয়েছে। সেটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। বুধবারই এ বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যের মন্ত্রীদের মধ্যেও। বৃহস্পতিবার বৈঠকের মমতার চিঠির কথা ফের স্মরণ করালেন চন্দ্রিমা। ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতাই এই দাবি প্রথম তুলেছিলেন’’, জানান তিনি।