TRENDING:

Minakshi Mukherjee: ‘গোটা মাঠের দখল নেবে...’ ব্রিগেডে হুঙ্কার মীনাক্ষীর, তবে এল না স্পষ্ট কোনও বার্তা

Last Updated:

এদিন ব্রিগেডের মঞ্চে মূল বক্তা তিনিই। দুপুরে দীনেশ মজুমদার ভবন থেকে ব্রিগেডের উদ্দেশে যাওয়ার সময় চড়লেন দলীয় সতীর্থের মোটরবাইকে। ব্রিগেডের উদ্দেশে গেলেন একদম সাদামাট পোশাকে। যে ছবি দেখে অনেকেই মমতার বাইকের পিছনে গন্তব্যে পৌঁছনোর ছবির সঙ্গে মিল খোঁজার চেষ্টা করছেন অনেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মূল এজেন্ডা ছেড়ে নকল যুদ্ধ নয়? দেশের নাম ‘ইন্ডিয়া’ হবে না ‘ভারত’ হবে, সেই এজেন্ডা নয়, পোশাক নিয়ে বৈষম্যের এজেন্ডা নয়, কে কোন খাবার খাবে, সে সব নিয়েও নয়, সরাসরি প্রশ্ন তুলতে হবে কর্ম সংস্থান, রুটিরুজির মতো আসল এজেন্ডা নিয়ে৷ মাঠ-ময়দানের দখল নিতে হবে৷ দখল নেবে তাঁরাই, যাঁরা আসল এজেন্ডা নিয়ে প্রশ্ন তোলেন, কথা বলেন৷ ব্রিগেডের ময়দানে দলীয় কর্মী সমর্থকদের ভিড়ের সামনে দাঁড়িয়ে ঝাঁঝাল গলায় এমনই বার্তা দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷
advertisement

এদিন ধর্ম নিয়ে রাজনীতির প্রশ্নে তাঁকে তুলোধনা করতে দেখা গেল কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে৷ তবে দুর্নীতির প্রশ্নে রেয়াত করলেন না ‘ইন্ডিয়া’র শরিক তৃণমূলকেও৷ কিন্তু, এদিন গোটা বক্তৃতাজুড়ে লোকসভা নির্বাচন নিয়ে স্পষ্ট করে কোনও দিকনির্দেশ বা বার্তা দিতে দেখা গেল না তাঁকে৷ এমনকি, বক্তৃতা করতে গিয়ে কবি কাজি নজরুল ইসলামের কবিতার লাইনও ভুলে গেলেন তিনি৷

advertisement

৫০ দিনে জেলায় জেলায় ২৯১০ কিলোমিটার ইনসাফ যাত্রা শেষে ব্রিগেডে আজ সমাবেশ৷ বিমান বসুর কথায় এদিনের ব্রিগেডে ‘ক্যাপ্টেন’ ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ই৷ তিনিই ছিলেন মূল মুখ৷ লাল-সাদা পতাকায় ভরা ছিল ব্রিগেডের ময়দান৷ ট্রেনে, বাসে, জলপথে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে বাম সমর্থকেরা মিছিল করে হাজির হয়েছিলেন ব্রিগেডে৷ এদিনের ব্রিগেড সমাবেশ শেষ হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে৷ সেই বার্তাও পাঠ করেন মীনাক্ষী-ই৷

advertisement

শহরের ৭ দিক থেকে এদিন ৭টি ব্রিগেডমুখী মিছিল এসেছিল৷ যে মিছিলে বারবার এই ব্রিগেডকে ‘মীনাক্ষীর ব্রিগেড’ বলেই উল্লেখ করছিলেন বাম সমর্থকেরা৷ শ্লোগান উঠছিল ‘মীনাক্ষীর ব্রিগেডে’ শামিল হওয়ার৷ তাঁর কাট আউট পোস্টারে ভরে গিয়েছিল শহর থেকে শহরতলি৷ এদিন ব্রিগেডের মঞ্চে মূল বক্তাও ছিলেন তিনিই। তাই ব্রিগেডের ময়দান থেকে সেই মীনাক্ষী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে ছিল সকলেই৷

advertisement

আরও পড়ুন: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের

দুপুরে দীনেশ মজুমদার ভবন থেকে ব্রিগেডের উদ্দেশে যাওয়ার সময় চড়েছিলেন দলীয় সতীর্থের মোটরবাইকে। পরনে ছিল একদম সাদামাঠা পোশাক। যে ছবি দেখে মমতার বাইকের পিছনে গন্তব্যে পৌঁছনোর ছবির সঙ্গে মিল খোঁজার চেষ্টা করেছেন অনেকেই৷

আরও পড়ুন: তাঁর মধ্যেই বুদ্ধদেবের ছায়া দেখেন বিমান, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ই আজ ব্রিগেডের ‘ক্যাপ্টেন’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মধ্য তিরিশের আপাদমস্তক আটপৌড়ে মেয়েটার মেঠো উচ্চারণে বক্তৃতা একুশের বিধানসভা নির্বাচনের আগে চোখ টেনেছিল সকলেরই৷ ‘হট সিট’ নন্দীগ্রামের মমতা-শুভেন্দুর দ্বৈরথের মাঝখানে আলাদা করে মীনাক্ষী মুখোপাধ্যায়ের পরিচিতি পেয়েছিলেন রাজ্যজুড়ে৷ যা বড় একটা কম কথা নয়৷ মূলত, সেই মীনাক্ষীর কাঁধে ভর করেই এবছরের ব্রিগেড৷ ঘরে-বাইরে তাঁকেই ‘ক্যাপ্টেন’ বলে তুলে ধরছে সিপিএম৷ ব্যানারে, কাটআউটে তাঁর উপস্থিতি সুস্পষ্ট৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Minakshi Mukherjee: ‘গোটা মাঠের দখল নেবে...’ ব্রিগেডে হুঙ্কার মীনাক্ষীর, তবে এল না স্পষ্ট কোনও বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল