TRENDING:

Mimi Chakraborty: 'থাকি বা না থাকি...' মমতার সঙ্গে বৈঠকের পরদিনই তুমুল চমকে দিলেন মিমি চক্রবর্তী!

Last Updated:

Mimi Chakraborty: তাঁর লোকসভায় কী কী কাজ করেছেন তার হিসাব দিয়েছেন মিমি চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাংসদ হিসাবে কাজের তথ্য দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মিমি। সেখানেই সাংসদ হিসাবে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রাজনীতিতে থাকতে চান না বলে জানিয়েছিলেন তিনি। এদিন অবশ্য উল্লেখ করেছেন, “সক্রিয় রাজনীতিতে যদি না থাকি…’ এর সঙ্গে তাঁর লোকসভায় কী কী কাজ করেছেন তার হিসাবও দিয়েছেন মিমি।
মিমির পোস্ট ঘিরে শোরগোল
মিমির পোস্ট ঘিরে শোরগোল
advertisement

সোশ্যাল মিডিয়ায় নিজের সাংসদ হিসেবে কাজের খতিয়ান দিয়ে মিমি লেখেন, ”আমি মিমি চক্রবর্তী। আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগতে থেকে মানুষকে মনোরঞ্জন দিতে সক্ষম হয়েছি। কিন্তু বিগত ৫ বছর, বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্যে করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিক ভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎপথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গেছি… সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়। তাই আনন্দের সাথে বিগত পাঁচ বছরের আমার সাংসদ রূপে যাবতীয় কাজের খতিয়ান আজ জনসমক্ষে তুলে ধরলাম।”

advertisement

আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর কোন শহরে সবচেয়ে বেশি মানুষ থাকে? দ্বিতীয় নামটিই ভারতের! কিন্তু প্রথম নামটি আশ্চর্য করবেই

মিমির সংযোজন, ”আন্তরিক কৃতজ্ঞতা আমার নেত্রী, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়-কে, তাঁর স্নেহের হাত আমার মাথায় সর্বক্ষণ রাখবার জন্য। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, আমার কাজের মাধ্যমে আমি নিশ্চিতরূপে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকব।”

advertisement

প্রসঙ্গত, ইতিমধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও সেই ইস্তফাপত্র এখনও গ্রহণ করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেন মিমি। সেই বৈঠকের পরই মিমি বলেন, ”আমি পদত্যাগ করেছি। কিন্তু আমার পদত্যাগপত্র গৃহীত হয়নি। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এবং তিনি আমায় কথা দিয়েছেন, তিনি সমস্ত রকমের ব্যবস্থা নেবেন।”

advertisement

আরও পড়ুন: বলুন তো, ভারতের কোন শহর প্রতিদিন ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়! নাম আর কারণ শুনে চমকে উঠবেন

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে মিমি বৈঠক করেন। বিধানসভা থেকে বেরিয়ে নিজেই তা ঘোষণা করেছেন মিমি। জানান, তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না। শুধু তাই নয়, এদিন একগুচ্ছ অভিযোগও করেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলার পর মিমি বলেন, ”আমি দুই দিন আগে আমার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু উনি এখনও সেটা অ্যাকসেপ্ট করেননি। আমার যে অভিযোগ ছিল, সেটা আমি দিদিকে জানিয়েছি। দেখি উনি কী স্টেপ নেন। কাদের কাছ থেকে বাধা পেয়েছি, সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

তাঁর কথায়, ”রাজনীতি আমার জন্য না। এটা আমি বিশ্বাস করি। আমি যদি কিছু বাজে কাজ করতাম বা করেছি, তাহলে তো আপনারাই সবার আগে দেখাতেন। আমি নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলকে নিয়েও কখনও খারাপ কথা বলিনি। তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে। আমি দিল্লিতে থাকলে বলা হয় সাংসদ তো দিল্লিতেই থাকেন, আবার কলকাতায় থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না। তাহলে সাংসদ করে লাভ কী হল। আমি আজ কাজ গোনাতে আসি নি। আমার এমপি ল্যাড ইউটিলাইজেশনে কার নাম নাম্বার ওয়ান আছে দেখে নিন।” এবার সেই পরিসংখ্যানই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মিমি চক্রবর্তী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mimi Chakraborty: 'থাকি বা না থাকি...' মমতার সঙ্গে বৈঠকের পরদিনই তুমুল চমকে দিলেন মিমি চক্রবর্তী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল