TRENDING:

Mimi Chakraborty: এবার সংসদের দুই কমিটি থেকে ইস্তফা, দলকে বার্তা মিমির? ব্যক্তিগত সিদ্ধান্ত, দাবি কুণালের

Last Updated:

পদত্যাগের সিদ্ধান্ত মিমির একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতকালই নিজের লোকসভা এলাকার দুটি স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে পদত্যাগ করেছিলেন৷ এবার লোকসভার স্ট্যান্ডিং কমিটি থেকেও ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী৷ এ ছাড়াও লোকসভার আরও একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন তৃণমূলের তারকা সাংসদ৷ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে নিজের কাছে মিমি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সূত্রের খবর৷
মিমির পদত্যাগে জল্পনা৷
মিমির পদত্যাগে জল্পনা৷
advertisement

এ বিষয়ে অবশ্য মিমি চক্রবর্তীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷ যদিও পদত্যাগের সিদ্ধান্ত মিমির একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷

আরও পড়ুন: দিতে হবে না বিদ্যুতের বিল, উল্টে অ্যাকাউন্টে আসবে টাকা!কী প্রকল্প ঘোষণা করলেন মোদি?

তৃণমূল সূত্রে খবর, লোকসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেছেন মিমি৷ এর পাশাপাশি শক্তি এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকের কনসালটিভ কমিটি থেকে থেকেও পদত্যাগের কথা তিনি চিঠি দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ৷

advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের নলমুড়ি এবং জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দেন মিমি৷ এর পরেই সাংসদ হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়ায়৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে একই ভাবে ঘাটালের সাংসদ হিসেবে এলাকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন দেব৷ এর পরেই তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে টানাপোড়েন শুরু হয়৷ শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে নির্বাচনে লড়তে রাজি হন দেব৷ সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণেই মিমি একের পর এক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না কি রাজনৈতিক জীবন নিয়ে তাঁর অন্য পরিকল্পনা রয়েছে, তা অবশ্য সময়ই বলবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

মিমির পদত্যাগ প্রসঙ্গে এ দিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মিমি অতিকষ্টে সব সামলাচ্ছিলেন। এখন আরও ব্যস্ততা বাড়ছে। টিভি, সিনেমা, ওটিটি-তে কাজ করছেন। হয়তো ব্যস্ততার কারণে ছেড়েছেন। তবে গোটাটা তাঁর সিদ্ধান্ত। দলের কিছু বলার নেই।’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mimi Chakraborty: এবার সংসদের দুই কমিটি থেকে ইস্তফা, দলকে বার্তা মিমির? ব্যক্তিগত সিদ্ধান্ত, দাবি কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল