TRENDING:

মাথার উপর ভেঙে পড়ল চাঙর! আতঙ্কে রাতভর ৭৫ ছাত্রী! কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের এ কী হাল?

Last Updated:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে ছাদের চাঙর ভেঙে পড়ায় ৭৫ জন ছাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। হোস্টেলের বেহাল অবস্থার কথা আগেই জানা ছিল। দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেল থেকে মাঝরাতে আতঙ্কের চিৎকার। হঠাৎ করেই ছাদের চাঙর ভেঙে পড়েছে বলে অভিযোগ। হেদুয়ার এই গার্লস হোস্টেলে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ছিল—সেই দুরবস্থারই মূর্তপ্রতীক হয়ে এবার বিপদ নেমে এল ছাত্রীর মাথার উপর। রাতেই তড়িঘড়ি ৭৫ জন ছাত্রীকে সরিয়ে ফাঁকা করে দেওয়া হয় হোস্টেলটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আপৎকালীন ভিত্তিতে ছাত্রীদের থাকার জন্য অন্যান্য হোস্টেল ও গেস্ট হাউসে জায়গা করে দেওয়া হচ্ছে।
News18
News18
advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে স্পষ্ট স্বীকারোক্তি এসেছে—হোস্টেলের বেহাল অবস্থার কথা আগেই জানা ছিল, সংস্কারের কাজ দীর্ঘদিন আটকে ছিল নানা কারণে। কিন্তু এবার আর দেরি নয়, বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পূর্ত দফতর ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ভবন পরিদর্শন করে নতুন করে নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হবে।

পুরী এক্সপ্রেস থেকে নামলেন ২ যাত্রী, হাতে ইয়া বড় দুটো ব্যাগ! GRP এসে বলল ‘ব্যাগে কী?’ নার্ভাস হয়ে গেলেন দুজনে

advertisement

সাপের নতুন ‘শত্রু’ খুঁজে পেলেন বিজ্ঞানীরা, এবার ঘরের কাছেও ঘেঁষবে না সাপ! করতে হবে শুধু এই ছোট্ট কাজ!

বাড়িতে যদি এইসব লক্ষণ দেখা যায়, বুঝে নিন আশেপাশে সাপ আছে! বিশেষ করে যদি কুকুর এমনটা করে!

advertisement

হেদুয়ার গার্লস হোস্টেলটি তিনতলা ভবন, মোট ঘরের সংখ্যা ২৫। সেখানেই থাকতেন ৭৫ জন ছাত্রী—যাঁরা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আবাসিক। দুর্ঘটনাটি ঘটে প্রথম তলার ১৭ নম্বর ঘরে, যেখানে একজন ছাত্রী একা থাকতেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎই ঘরের ছাদ ভেঙে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় তিনি ঘরের অন্যপ্রান্তে থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। তবে পুরো হোস্টেলে আতঙ্কের ছায়া নেমে আসে। ৭৫ জন ছাত্রীর নিরাপত্তার কথা ভেবে রাতেই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ—ফাঁকা করে দেওয়া হয় পুরো ভবন। এখন অস্থায়ীভাবে তাঁদের স্থানান্তর করা হচ্ছে অন্যান্য হোস্টেল ও গেস্ট হাউসে।

advertisement

এক ছাত্রী বলেন, “রাত ৩টের সময় আচমকাই বিকট আওয়াজ শুনি। ভয়ে আমরা বাইরে ছুটে আসি। যদি কেউ নীচে থাকত, তাহলে বড় দুর্ঘটনা ঘটত।” অভিভাবকরাও স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। প্রশ্ন উঠছে—দীর্ঘদিন ধরেই সমস্যার কথা জানা থাকলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হল না?

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

অভিভাবকদের মতে, কলকাতার অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে এ ভাবে চাঙর ভেঙে পড়া নিছক ঘটনা নয়, এটা প্রশ্ন তোলে গোটা পরিকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। কবে ফের নিশ্চিন্তে হোস্টেলে ফিরতে পারবেন ওই ৭৫ জন ছাত্রী?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাথার উপর ভেঙে পড়ল চাঙর! আতঙ্কে রাতভর ৭৫ ছাত্রী! কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের এ কী হাল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল