TRENDING:

কলকাতা তৃতীয়তে, শহরকে টেক্কা দিয়ে মাধ্যমিকে পাশের হারে প্রথম-দ্বিতীয় স্থান দুই মেদিনীপুর

Last Updated:

মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে ৮৪ জন পড়ুয়া ৷ কিন্তু নজিরবিহীন ভাবে এই প্রথম সেখানে নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও। এবারের পরীক্ষায় বাজিমাত জেলার ৷ এই প্রথম মেধাতালিকায় জায়গায়ই পেল না কলকাতা ৷ মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে ৮৪ জন পড়ুয়া ৷ কিন্তু নজিরবিহীন ভাবে এই প্রথম সেখানে নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া ৷
advertisement

পাশের হারেও এগিয়ে জেলা ৷ এ বছর মাধ্যমিকে বাড়ল পাশের হার ৷ এ বছর পাশের হার ৮৬.৩৪% ৷ ছাত্রদের পাশের হার ৮৯.৮৭ % ৷ ছাত্রীদের পাশের হার ৮৩.৪৮% ৷ পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি ৷ পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার ৯৬.৫৯ ৷ তারপরই পশ্চিম মেদিনীপুর ও কলকাতা পশ্চিম মেদিনীপুরে সাফল্যের হার ৯২.১৬ ৷ কলকাতায় পাশের হার ৯১.০৭ ৷ পাশের হারে কলকাতার পরেই রয়েছে দুই ২৪ পরগনা ৷ দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৯০.৬০ ৷ উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯০.০৫ ৷

advertisement

বিগত কয়েক বছর ধরেই মাধ্যমিকে কলকাতাকে টেক্কা দিয়ে চলেছে জেলা ৷ মেধা তালিকায় ১ বা ২টি করে জায়গা পেত কলকাতা স্কুল ৷ কিন্তু এবার কোনও জায়গাই মিলল না কলকাতার ৷

চলতি বছরে সাফল্যের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। মোট ৯৬.৫৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মেধাতালিকায় কলকাতা না থাকায় ফের এক প্রশ্ন তাহলে কী মাধ্যমিক বোর্ডে আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা ৷ মনে করা হচ্ছে কলকাতায় মাধ্যমিক বোর্ড ছেড়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার প্রবণতা বেড়েছে ৷ এর জেরে জেলা থেকে পিছিয়ে পড়ছে কলকাতা ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা তৃতীয়তে, শহরকে টেক্কা দিয়ে মাধ্যমিকে পাশের হারে প্রথম-দ্বিতীয় স্থান দুই মেদিনীপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল