ঘটনাটি কী? এক নতুন সমস্যায় জেরবার বউবাজারের বাসিন্দারা। নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাছে বসবাসকারী বউবাজারের বাসিন্দাদের একটি সংগঠন সম্প্রতি নির্মাণের দায়িত্বে থাকা সংস্থাকে চিঠি লিখেছে। নির্মাণকাজের জন্য ঘুম শিকেয় উঠেছে স্থানীয় বাসিন্দাদের। চিঠিতে রাতে কাজ বন্ধ করার আবেদন করা হয়েছে। মেট্রোর কাজের জন্য জন্য হওয়া আওয়াজ ও কাঁপুনিতে তাঁদের ঘুম হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
দুর্গা পিতুরি লেন এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শুনে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে একটি চিঠি পাঠিয়েছিলেন কেএমআরসি-কে । সেই চিঠিতে রাতে কাজ বন্ধ রাখার অনুরোধ করা হয়। এ ছাড়াও বাসিন্দারা কেএমআরসি-র ম্যানেজিং ডিরেক্টরকে পৃথক একটি চিঠিও লিখেছিলেন।
কেএমআরসি জানায়, কাজ দ্রুত শেষ করার জন্য, তারা চব্বিশ ঘণ্টা কাজ করছে। তারা কম্পন পরিমাপ করেছে… এবং সেটি অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। খননের কাজ সাধারণত রাতেই করা হয়। তবে জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খনন কাজ ঘুমের সময় অর্থাৎ রাত ১২ থেকে ভোর চারটে পর্যন্ত চার ঘণ্টার জন্যে বন্ধ রাখা হবে। যদিও কেএমআরসি-র এই সিদ্ধান্তে খুশি নন স্থানীয় বাসিন্দারা। এই সময়টা খুবই কম বলে জানাচ্ছেন তাঁরা।অনেক বয়স্ক ও শিশুরা রয়েছেন, যাঁদের শরীরে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে মারাত্মক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন : পঞ্চায়েতের পুনির্বাচনে আজ প্রতি বুথে ‘এক সেকশন’ কেন্দ্রীয় বাহিনী
দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িকে ‘নিরাপদ’ ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। মেট্রো ঘোষিত ‘নিরাপদ’ বাড়িতে সব মিলিয়ে ৪০ জন বসবাস করেন। বাসিন্দারা বউবাজার মাটি ও মানবকল্যাণ সমিতি নামে একটি সংগঠনও তৈরি করছেন। সেই সংগঠনের তরফেই মেট্রোরেল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো এখন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে। বউবাজারের কাজ শেষ হলে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথে যুক্ত হয়ে যাবে।