মেট্রোর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টার্ন আউট কাজের জন্যই বন্ধ থাকবে পরিষেবা। গুরুত্বপূর্ণ মেট্রো সংযোগ বন্ধ থাকায় নি:সন্দেহে ভোগান্তি বাড়তে চলেছে যাত্রীদের। শহরের প্রচুর যাত্রী এই রুট ব্যবহার করেন। দক্ষিণ অংশের একাধিক স্টেশনে পরিষেবায় প্রভাব পড়তে চলেছে।
advertisement
তবে যাত্রীদের সমস্যা কিছুটা লাঘব করতে বেশকিছু বাড়তি ব্যবস্থাও নিতে চলেছে মেট্রো রেল কতৃপক্ষ। রবিবার সরকারি নিয়োগ পরীক্ষা থাকায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রার্থী যাতায়াত করবেন। তাঁদের কথা মাথায় রেখেই বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অবিচ্ছিন্ন থাকবে পরিষেবা। সঙ্গে যোগ হবে বাড়তি ট্রেনও। মূলত চাকরির পরীক্ষার প্রার্থীদের জন্যই এই বিশেষ সিদ্ধান্ত। অন্যদিকে গ্রিনলাইনে সম্পূর্ণ স্বাভাবিক থাকবে পরিষেবা।