TRENDING:

Metro Rail Budget 2023: লক্ষ্য বাংলা! মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল কলকাতায়! অরেঞ্জ-পার্পল লাইনে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি!

Last Updated:

Metro Rail || Budget 2023-24: চলতি অর্থবর্ষে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে - ৪১৭০.৫৫ কোটি টাকা। ২০২২-২৩ এ বরাদ্দ হয়েছিল ২৩১৬.২৫ কোটি টাকা। ২০২১-২২ এ বরাদ্দ হয়েছিল ২২৬৩ কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৩-২৪ এর বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে - ৪১৭০.৫৫ কোটি টাকা। যা অনেকটাই বাড়ল চলতি আর্থিক বর্ষে। পার্পল লাইন পেয়েছে ১৩৫০ কোটি টাকা। অরেঞ্জ লাইন পেয়েছে ১২০০ কোটি টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ১০০০ কোটি টাকা। সবমিলিয়ে ২০২৪ -এর লোকসভা ভোটের আগের বাজেটে বাংলার জন্য অনেকটাই বরাদ্দ বাড়াল মেট্রোরেলে।
মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল 
 Metro Budget 2023
মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল Metro Budget 2023
advertisement

চলতি অর্থবর্ষে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে - ৪১৭০.৫৫ কোটি টাকা। ২০২২-২৩ এ বরাদ্দ হয়েছিল ২৩১৬.২৫ কোটি টাকা। ২০২১-২২ এ বরাদ্দ হয়েছিল ২২৬৩ কোটি টাকা।

অন্যদিকে ২০২৩-২৪ এ পার্পল লাইন পেয়েছে ১৩৫০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ৩৫০ কোটি টাকা। অরেঞ্জ লাইন পেয়েছে ১২০০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ৩৫০ কোটি টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রো পেয়েছে ১০০০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ১১০০ কোটি টাকা।

advertisement

নোয়াপাড়া বারাসত ভায়া বিমানবন্দর পেয়েছে ৬২০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ৩১৬ কোটি টাকা। এ বছর যা অনেকটাই বেড়েছে। অন্যদিকে, বরাহনগর-ব্যারাকপুর প্রকল্পে বরাদ্দ হয়েছে ৫০ লাখ যা আগের বারের মতোই। পাশাপাশি সেন্ট্রাল পার্ক-হলদিরাম প্রকল্পে আগের বারের মতো এবারও বরাদ্দ হয়েছে ৫ লাখ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আবির ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro Rail Budget 2023: লক্ষ্য বাংলা! মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল কলকাতায়! অরেঞ্জ-পার্পল লাইনে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল