ফের কলকাতা মেট্রোর মুকুটে জুড়তে চলেছে পালক। এবার বিমানবন্দর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত হবে এয়ারপোর্ট। একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ের মাধ্যমে পাতালপথে মেট্রো স্টেশনের সঙ্গে কলকাতা বিমানবন্দর যুক্ত হয়েছে।ফলে এবার এক নিমেষেই মেট্রো স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে এয়ারপোর্টে।এর ফলে বিমানবন্দর স্টেশনে নেমে যে যাত্রীরা এয়ারপোর্ট যেতে চাইবেন, তাঁদের আর বাইরে বেরোতে হবে না। মেট্রো স্টেশন থেকে সরাসরি নির্দিষ্ট একটি ওয়াকালেটর ধরে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল বিল্ডিংয়ে ঢুকতে পারবেন তাঁরা।
advertisement
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে অনুমতি দেয়নি। মাটির উপরে এই মেট্রো স্টেশন তৈরি হলে সমস্যা তৈরি হবে উড়ান পরিষেবায়, এমনটাই যুক্তি ছিল। দীর্ঘ আলোচনার পর অবশেষে ভূ-গর্ভে স্টেশন নির্মাণ হয়। এশিয়ার অন্যতম বৃহৎ এই মেট্রো স্টেশন তৈরি হয়েছে মাটির তলায়। নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে বিমানবন্দরে এসে শেষ হচ্ছে অরেঞ্জ লাইন।
অন্যদিকে নোয়াপাড়া বারাসাত মেট্রো করিডরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কলকাতা বিমানবন্দর।হলুদ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সব ক’টি স্টেশনের কাজ শেষ। এই রুটে মোট চারটি স্টেশন রয়েছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। প্রথম তিনটি স্টেশনের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। বাকি ছিল শুধু জয় হিন্দ বিমানবন্দরের কাজ। সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, জয়হিন্দ বিমানবন্দর স্টেশনটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন।
ABIR GHOSHAL