TRENDING:

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে দিনরাতের ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়তি মেট্রো! জানুন সময়সূচি

Last Updated:

Noapara-Kavi Subhash Metro Rail Services: বাড়তি ৭ টি আপ এবং ৭ টি ডাউন ট্রেনের এই সুবিধে থাকবে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত। আপাতত ট্রায়াল বেসিসে শুরু হচ্ছে এই পরিষেবা। কর্তৃপক্ষের আশা, তাঁদের এই পদক্ষেপে সুবিধে হবে মেট্রো যাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবায় এ বার বাড়তি ট্রেন। সোমবার থেকে সকালে ও সন্ধ্যায় দিনের ব্যস্ত সময়ে এই পরিষেবার সুবিধে পাবেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এ বার থেকে সপ্তাহে ৬ দিন (সোমবার-শনিবার) ব্লু লাইন মেট্রোয় ১৪ টি ট্রেন বেশি চলবে। বাড়তি ৭ টি আপ এবং ৭ টি ডাউন ট্রেনের এই সুবিধে থাকবে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত। আপাতত ট্রায়াল বেসিসে শুরু হচ্ছে এই পরিষেবা। কর্তৃপক্ষের আশা, তাঁদের এই পদক্ষেপে সুবিধে হবে মেট্রো যাত্রীদের। বাড়তি ট্রেন চলতে শুরু করলে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো রেল পাওয়া যাবে প্রতি ৬ মিনিট অন্তর।
ব্লু লাইন মেট্রোয় ১৪ টি ট্রেন বেশি চলবে
ব্লু লাইন মেট্রোয় ১৪ টি ট্রেন বেশি চলবে
advertisement

পাশাপাশি এই রুটে মেট্রোর বাকি পরিষেবা প্রায় আগের মতোই থাকছে। এক নজরে দেখে নিন সেই অপরিবর্তিত পরিষেবা-

প্রথম ট্রেন-

সকাল ৬.৫০-নোয়াপাড়া থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)

সকাল ৬.৫০-কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

সকাল ৬.৫৫- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)

সকাল ৬.৫৫- মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

advertisement

আরও পড়ুন : ১ মাসে ১০ লক্ষেরও বেশি…! অভিনব রেকর্ডের পালক ১৫০ বছরের আলিপুর চিড়িয়াখানার মুকুটে

শেষ ট্রেন-

রাত ৯.৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

রাত ৯.২৮- দক্ষিণেশ্বর-কবি সুভাষ (৯.৩৩-এর পরিবর্তে)

রাত ৯.৪০- কবি সুভাষ-দমদম (অপরিবর্তিত)

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই রুটে রাতের বিশেষ মেট্রো পরিষেবায় (স্পেশাল নাইট মেট্রো সার্ভিসেস) কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ট্রেন থাকবে রাত ১০.৪০ মিনিটে। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে দিনরাতের ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়তি মেট্রো! জানুন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল