পাশাপাশি এই রুটে মেট্রোর বাকি পরিষেবা প্রায় আগের মতোই থাকছে। এক নজরে দেখে নিন সেই অপরিবর্তিত পরিষেবা-
প্রথম ট্রেন-
সকাল ৬.৫০-নোয়াপাড়া থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
সকাল ৬.৫০-কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
সকাল ৬.৫৫- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
সকাল ৬.৫৫- মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
advertisement
আরও পড়ুন : ১ মাসে ১০ লক্ষেরও বেশি…! অভিনব রেকর্ডের পালক ১৫০ বছরের আলিপুর চিড়িয়াখানার মুকুটে
শেষ ট্রেন-
রাত ৯.৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
রাত ৯.২৮- দক্ষিণেশ্বর-কবি সুভাষ (৯.৩৩-এর পরিবর্তে)
রাত ৯.৪০- কবি সুভাষ-দমদম (অপরিবর্তিত)
এই রুটে রাতের বিশেষ মেট্রো পরিষেবায় (স্পেশাল নাইট মেট্রো সার্ভিসেস) কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ট্রেন থাকবে রাত ১০.৪০ মিনিটে। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত।