TRENDING:

Messi in Kolkata: 'যে পদে রয়েছেন, আপনার সব জানা উচিত!' এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও!

Last Updated:

Messi in Kolkata: জানা গিয়েছে, রবিবার রাজ্য সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়েছিল। সেখানে দেব কুমার নন্দ উপস্থিত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার জেরা সিইও-কে
এবার জেরা সিইও-কে
advertisement

কলকাতা: কলকাতায় মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়া ও অশান্তির ঘটনায় এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও দেব কুমার নন্দ। তাকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর

advertisement

জানা গিয়েছে, রবিবার রাজ্য সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়েছিল সেখানে দেব কুমার নন্দ উপস্থিত ছিলেন। তাকে থাকতে বলা হয়েছিল। তাকে জিজ্ঞাসবাদ করহয়। এই গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তাই সেই ঘটনা সম্পর্কে কিছু বলতে পারবেন না তিনি জানেন না।

advertisement

তদন্ত কমিটি প্রশ্ন তোলে, আপনি একটা পদে বসে রয়েছেন, তাহলে কেন আপনি গোটা ঘটনা সম্পর্কে জানতে পারবেন না? গোটা বিষয় আপনার নলেজে থাকা উচিত, আপনি সহযোগিতা করুন তদন্তে। এমনটাই জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

এর পরেই বিধান নগর কমিশনারকে জানানো হয় এই বিষয়টা খতিয়ে দেখার। পুলিশ সূত্রে খবর এবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে

সেরা ভিডিও

আরও দেখুন
২৫ ডিসেম্বর-১ জানুয়ারি দিঘায় 'তুলকালাম' কাণ্ড ...! হোটেলে বাম্পার ডিসকাউন্ট,প্যাকেজ অফার
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Messi in Kolkata: 'যে পদে রয়েছেন, আপনার সব জানা উচিত!' এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল