মানেকা গম্ভীর রবিবার রাত বারোটার পর উপস্থিত হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে ।সিজিও কমপ্লেক্সের বিল্ডিংয়ের নীচে লিফটের সামনে কর্তব্যরত কেন্দ্র বাহিনীর জওয়ানরা তাঁদেরকে জিজ্ঞাসা করে, কোথায় যাবেন তাঁরা? তাঁর আইনজীবী জানান, ইডি দফতরে যাবেন।তাঁদেরকে ডাকা হয়েছে। তারপর সোজা ইডি দফতরে চলে যান দু'জন মিলে। গিয়ে দেখেন দফতরের বেশিরভাগ জায়গায় আলো-আঁধারির খেলা।দরজায় তালা বন্ধ। অফিসে কোনও অফিসার নেই।
advertisement
গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকা গম্ভীরকে ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হয়৷
আরও পড়ুন: 'আমি নিজেই ইনভেস্টিগেশন করি...', 'সত্যিই চাকরি রেডি তো?' নথি ঘেঁটে উত্তর খুঁজলেন মমতা
সেই নোটিসে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ ছিল৷ সময়ের জায়গায় পিএম-এর জায়গায় লেখা ছিল এএম৷ সেই নোটিস অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷ তিনি নোটিস হাতে নিয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান।
এই ঘটনা সামনে আসতেই তৎপর হন ইডি কর্তারা৷ ইডি সূত্রে খবর, ভুলবশতই নোটিসে দুপুর সাড়ে বারোটার বদলে রাত সাড়ে বারোটার কথা লেখা হয়েছিল৷ সেই ত্রুটি শুধরে নিয়ে আজ দুপুরেই হাজিরা দেওয়ার জন্য মেনকা গম্ভীরকে ফের নতুন নোটিস পাঠায় ইডি৷ সেই মতো আজ দুপুরে ইডি দফতরে ফের হাজিরা দেন মানেকা৷