TRENDING:

Medicine Shop Closed in Kolkata: ওষুধ কেনার সময় এক্সপায়ারি ডেট দেখেন? মারাত্মক অভিযোগ, ফুলবাগানে রমরমিয়ে চলা ওষুধের দোকান বন্ধের নির্দেশ

Last Updated:

একাধিক অভিযোগের সত্যতা মেলায় ফুলবাগান চত্বরের অন্যতম বড় ওই ওষুধের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে ওষুধ বিক্রির লাইসেন্সও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত কয়েক দিন ধরেই জাল ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল৷ মোটা টাকা ডিসকাউন্টের আড়ালে সাধারণ মানুষকে জাল ওষুধও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল৷ এবার একাধিক বেনিয়মের অভিযোগে কলকাতার একটি ওষুধের দোকানই বন্ধ করার নির্দেশ দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

অভিযোগ, ওই দোকান থেকে একাধিক মেয়াদ উত্তীর্ণ ওষুধ মিলেছে৷ যা ক্রেতাদের বিক্রি করার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এর পাশাপাশি ওষুধ সংরক্ষণের ক্ষেত্রেও ওই দোকান কর্তৃপক্ষ কোনও নিয়ম মানেনি বলে অভিযোগ৷

আরও পড়ুন: স্কুলে যেতে পারবেন চাকরি হারানো যোগ্য শিক্ষকরা? ব্রাত্যর জবাবে কাটল না ধোঁয়াশা

লোকনাথ মেডিক্যাল নামে ওই ওষুধের দোকানটি ফুলবাগান থানা এলাকায়৷ একাধিক অনিয়মের অভিযোগে সম্প্রতি ওই দোকানে হানা দেন ড্রাগ কন্ট্রোলের চারজন ইনস্পেক্টর৷অভিযোগ, অভিযান চলাকালীন দোকানের ফ্রিজের ভিতর থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়৷

advertisement

আরও গুরুতর অভিযোগ, পাইকারি ওষুধ বিক্রির লাইসেন্স নিয়ে ওই দোকানে খুচরো ওষুধ বিক্রি করা হচ্ছিল৷ হাসপাতালে সরবরাহ করার কথা যে সমস্ত ওষুধের, সেগুলিও দোকানে খুচরো বিক্রির জন্য রাখা হয়েছিল৷ শুধু তাই নয়, যে সমস্ত ওষুধ ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অথবা কোল্ড স্টোরেজে রাখার কথা, সেই সব ওষুধও বাইরে রাখা হয়েছিল৷ নিয়ম অনুযায়ী, অভিযানের সময় দোকানে কোনও ফার্মাসিস্টও ছিলেন না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

একাধিক অভিযোগের সত্যতা মেলায় ফুলবাগান চত্বরের অন্যতম বড় ওই ওষুধের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে ওষুধ বিক্রির লাইসেন্সও৷ সূত্রের খবর, রাজ্যের বহু ওষুধের দোকানেই এই ধরনের অনিয়ম রয়েছে৷ জাল ওষুধের চক্র সামনে আসার পর ওষুধের দোকানগুলির অনিয়ম রুখতেও এবার তৎপর হচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine Shop Closed in Kolkata: ওষুধ কেনার সময় এক্সপায়ারি ডেট দেখেন? মারাত্মক অভিযোগ, ফুলবাগানে রমরমিয়ে চলা ওষুধের দোকান বন্ধের নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল