এদিন অধিবেশনের শুরুতেই কলকাতা মেডিক্যাল কলেজে হস্টেলের দাবিতে ছাত্রদের অনশন নিয়ে সরকারের হস্তক্ষেপের দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা ৷ বিষয়টি নিয়ে সরকারের বিবৃতি দাবি করে বাম ও কংগ্রেস ৷ মেডিক্যাল কলেজে পড়ুয়াদের আন্দোলন নিয়ে বিধানসভায় সরকারের তরফে বিবৃতি দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘মেডিক্যাল কলেজে বিক্ষোভ কয়েকজন পড়ুয়ার ৷ এটা সার্বিক চিত্র নয় ৷ প্রতীকী অনশনে হস্তক্ষেপ করবে না রাজ্য ৷ বিষয়টি মেডিক্যাল কাউন্সিল দেখছে ৷ এর মধ্যে হস্তক্ষেপ করবে না রাজ্য ৷ হস্টেলে একটি তলার অবস্থা খারাপ ৷ তা দ্রুত সংস্কার করা হবে ৷’
advertisement
এরপরই ফের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ও কংগ্রেস বিধায়করা ৷ বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে বচসা বাঁধে অধ্যক্ষের ৷ প্রতিবাদে বিধানসভার অধিবেশন ওয়াকআউট করে বিরোধীরা ৷ সুজন চক্রবর্তী সাংবাদিক বৈঠকে বলেন, ‘কলেজে ভর্তি নিয়ে যা হচ্ছে, রাজ্য সরকার সে বিষয়ে অবগত ৷ যাদবপুর, প্রেসিডেন্সিতে পড়ুয়াদের বিক্ষোভ কলকাতা মেডিক্যালেও ৷ এভাবে চলতে দেওয়া যায় না ৷’
আরও পড়ুন
রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ
মেডিক্যাল কলেজে অনশনকারীদের সঙ্গে এদিন দেখা করতে যাবে পরিষদীয় দল ৷ বিকেল চারটেয় রাজ্যপালের সঙ্গে দেখা করে মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে কথা বলবেন বাম ও কংগ্রেস পরিষদীয় দল ৷