TRENDING:

মেডিক্যাল কলেজ ইস্যু নিয়ে উত্তাল বিধানসভা, বাম ও কংগ্রেস বিধায়কদের ওয়াক আউট

Last Updated:

মেডিক্যাল কলেজ ইস্যু নিয়ে উত্তাল বিধানসভা, বাম ও কংগ্রেস বিধায়কদের ওয়াক আউট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেডিক্যাল কলেজে ১৪ দিন ধরে আমরণ অনশনে ২১ পড়ুয়া ৷ সেই বিক্ষোভের আঁচ এবার পৌঁছল বিধানসভায় ৷ সোমবার বিধানসভায় বাদল অধিবেশনের শুরুতেই মেডিক্যাল কলেজের ইস্যুতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস বিধায়করা ৷ এই ইস্যু সহ কলেজে ভর্তি-দুর্নীতি ইস্যু তুলেও মুলতবি প্রস্তাব আনের বিরোধীরা ৷ পরে কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিবৃতির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেন বামফ্রণ্ট ও কংগ্রেসের সমস্ত বিধায়ক ৷
advertisement

এদিন অধিবেশনের শুরুতেই কলকাতা মেডিক্যাল কলেজে হস্টেলের দাবিতে ছাত্রদের অনশন নিয়ে সরকারের হস্তক্ষেপের দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা ৷ বিষয়টি নিয়ে সরকারের বিবৃতি দাবি করে বাম ও কংগ্রেস ৷ মেডিক্যাল কলেজে পড়ুয়াদের আন্দোলন নিয়ে বিধানসভায় সরকারের তরফে বিবৃতি দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘মেডিক্যাল কলেজে বিক্ষোভ কয়েকজন পড়ুয়ার ৷ এটা সার্বিক চিত্র নয় ৷ প্রতীকী অনশনে হস্তক্ষেপ করবে না রাজ্য ৷ বিষয়টি মেডিক্যাল কাউন্সিল দেখছে ৷ এর মধ্যে হস্তক্ষেপ করবে না রাজ্য ৷ হস্টেলে একটি তলার অবস্থা খারাপ ৷ তা দ্রুত সংস্কার করা হবে ৷’

advertisement

এরপরই ফের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ও কংগ্রেস বিধায়করা ৷ বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে বচসা বাঁধে অধ্যক্ষের ৷ প্রতিবাদে বিধানসভার অধিবেশন ওয়াকআউট করে বিরোধীরা ৷ সুজন চক্রবর্তী সাংবাদিক বৈঠকে বলেন, ‘কলেজে ভর্তি নিয়ে যা হচ্ছে, রাজ্য সরকার সে বিষয়ে অবগত ৷ যাদবপুর, প্রেসিডেন্সিতে পড়ুয়াদের বিক্ষোভ কলকাতা মেডিক্যালেও ৷ এভাবে চলতে দেওয়া যায় না ৷’

advertisement

আরও পড়ুন 

রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

মেডিক্যাল কলেজে অনশনকারীদের সঙ্গে এদিন দেখা করতে যাবে পরিষদীয় দল ৷ বিকেল চারটেয় রাজ্যপালের সঙ্গে দেখা করে মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে কথা বলবেন বাম ও কংগ্রেস পরিষদীয় দল ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেডিক্যাল কলেজ ইস্যু নিয়ে উত্তাল বিধানসভা, বাম ও কংগ্রেস বিধায়কদের ওয়াক আউট