TRENDING:

ভাগাড়ের মৃত-পচা পশুর মাংস কেটে সরবরাহ কলকাতার রেস্তোরাঁয়! ফাঁস জালিয়াতি চক্র

Last Updated:

ভাগাড়ের মৃত-পচা পশুর মাংস কেটে সরবরাহ কলকাতার রেস্তোরাঁয়! ফাঁস জালিয়াতি চক্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: ফর্মালিনে ডোবানো মুরগীর মাংসের পর এবার ভাগাড়ে ফেলে দেওয়া পশুর মাংস বিক্রির চক্র ফাঁস। বজবজে নিউজ ১৮ বাংলার অন্তর্তদন্তে সামনে এল অস্বাস্থ্যকর মাংস বিক্রির ঘটনা।
advertisement

ভাগাড় থেকে মৃত পশুর দেহ তুলে প্যাকেটে ভরা হত। তারপর সরবরাহ করা হত কলকাতার বিভিন্ন হোটেলে। ভাগাড়ে মৃত পশু ফেলা হয়েছে খবর পেলেই কাজে নামত চারজনের চক্র। এদিন সেই কাজে গিয়েই স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে যায় চক্রের ২ সদস্য শ্যামলাল ও রাজা মল্লিক। রাজা বজবজ পুরসভার কর্মী। তবে দলের পান্ডা নিমাই ও সানি পলাতক।

advertisement

বজবজ পুরসভার ভাগাড় থেকেই মরা পশুর মাংস প্যাকেটে ভরে পৌঁছে যেত কলকাতার হোটেলে। প্রায় প্রতিদিনই দুপুরে আসত সাদা ট্যাক্সি। ডিকিতে তোলা হত হত মাংস। কোথায় যায়? কী হয়? বৃহস্পতিবার স্থানীয় মানুষ একটু সক্রিয় হতেই ফাঁস হল মাংস চক্রের কারবার।

ভাগাড়ে মরা পশু ফেললেই বাকিদের খবর দিত পুরকর্মী রাজা মল্লিক ৷ মাংস কেটে প্যাকেটে ভরত নিমাই ও সানি ৷ ড্রাইভার শ্যামলাল তা বিভিন্ন হোটেলে পৌঁছে দিত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

গাড়িতে মাংস পাচারের সময় ২ জনকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ ডিকি খুলে বের করা হয় মাংস ৷ শুরু হয় মারধর। স্পষ্ট হয়, বেশ কিছুদিন ধরেই এই কাজ চালাচ্ছে চারজনের চক্র। এদের মধ্যে একজন বজবজ পুরসভার কর্মী। দুজন গ্রেফতার হলেও বাকিরা ফেরার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়ের মৃত-পচা পশুর মাংস কেটে সরবরাহ কলকাতার রেস্তোরাঁয়! ফাঁস জালিয়াতি চক্র