এ কথা ঠিক, এ বারের নির্বাচনে একাধিক তরুণ মুখকে প্রার্থী করেছে বামেরা৷ আর সেই প্রবণতা শুরু হয়েছিল ২০২১ সালের নির্বাচনেও৷ সেখানে দীপ্সিতা, সৃজন থেকে শুরু করে অনেক যুব সদস্যকেই প্রার্থী করেছিল সিপিআইএম৷ এ বারেও সে ধারা বজায় রেখেছে বাম শিবির৷ তবে আগে যেমন ‘সাদা চুলের দল’ বলে ঠাট্টা করা হত সিপিএমকে, এখনও কী তেমন করা যায়? সেলিম বলেছেন, না, এ বারে তো আর তেমন করে বলা যায় না৷ এটা যে কোনও ধরনের বাম সংগঠনেরই প্রকৃতি৷ তাঁরা এ ভাবে নতুন করে লিডারশিপ তৈরি করে৷ অন্যদলগুলো তো নিজেদের পারিবারিক সংগঠন বানিয়ে ফেলে৷ এখানে তো তা নয়, এখানে মাঠে লড়াই করে সংগঠন তৈরি করতে হয়৷’
advertisement
উল্লেখ্য, সেলিম এ দিন তৃণমূল ও বিজেপি-কে কার্যত একই মঞ্চে রেখেছেন৷ তুলে এনেছেন রামনবমী প্রসঙ্গও৷ সেখানে দুই দল একই ভাবে যুক্ত বলে দুই দলকেই সাম্প্রদায়িক বলেন সেলিম৷ কিন্তু একেবারে তৃণমূল স্তরে কংগ্রেস ও বামেদের জোট হয়েছে কি? সেলিম বলছেন, হয়েছে৷ কার্যত মুর্শিদাবাদের নীচুতলার কংগ্রেস সমর্থকদের কথাতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের উৎসাহেই ভোটে দাঁড়িয়েছেন৷ এই জোটের দাবি উঠে এসেছে একেবারে নীচুতলা থেকে৷ উপরের তলার নেতৃত্ব সেটি মেনে নিতে পেরেছে৷