ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, পুরসভার নির্দেশ অমান্য করে কেউ যদি এর পরেও সকাল ৭টা থেকে ৯টার মধ্যে রাস্তায় গাড়ি রাখেন, তাহলে পুলিশ সেই গাড়ি টেনে নিয়ে যাবে৷ খুব শিগগিরই পুর কমিশনার এই মর্মে নির্দেশিকা জারি করবেন বলেও জানিয়েছেন মেয়র৷
মেয়র জানিয়েছেন, রাস্তা জুড়ে গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ির পিছনে অথবা ফাঁকে জঞ্জাল ফেলে দিচ্ছেন অনেকে৷ গাড়ি দাঁড়িয়ে থাকায় পুরকর্মীরা সকালে জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে সেই জজ্ঞাল পরিষ্কার করতে পারছেন না৷ বিশেষত আবাসন এবং বহুতলগুলির সামনে এই সমস্যা হচ্ছে৷ ফলে পুরসভা জঞ্জাল পরিষ্কার করছে না বলে অভিযোগ করছেন অনেকেই৷ সেই সমস্যা সমাধান করতেই সকালবেলা গাড়ি পার্কিং নিয়ে কড়া হচ্ছে পুরকর্তৃপক্ষ৷
advertisement
থানায় যে গাড়িগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকে, সেগুলোকে দ্রুত কীভাবে সরানো যায়, কতগুলি গাড়ি ছয় মাসের উপর পড়ে আছে, সেই তালিকা জানার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে পুরসভার পক্ষ থেকে৷ দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িগুলিকে কল্যানী এক্সপ্রেসওয়ের পাশে ক্র্যাশারে পাঠানো হবে বলে জানিয়েছেন মেয়র৷
