রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে শনিবার, অর্থাৎ ৩১ মার্চ অবসর নিচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পরের ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে, রাজীব কুমারের অবসরের পরে ভারপ্রাপ্ত ডিজি পদে দায়িত্ব নেবেন তিনি।
advertisement
রাজ্য পুলিশের ডিজি পদের সঙ্গে আরও একাধিক পদে রদবদল করা হয়েছে বলে খবর, যার মধ্যে রয়েছে কলকাতা পুলিশের কমিশনার পদ। মনোজ ভার্মার বদলে কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নেবেন আইপিএস সুপ্রতিম সরকার। ১৯৯৭ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার এর আগে বিধাননগর পুলিশ কমিশনার পদে দায়িত্ব সামলেছেন। পরে তিনি এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব নেন। এবার নির্বাচনের মুখে কলকাতা পুলিশের কমিশনার পদে দায়িত্ব নিতে চলেছেন এই দক্ষ পুলিশ আধিকারিক।
সেই সঙ্গে এডিজি আইনশৃঙ্খলা পদে দায়িত্ব নিচ্ছেন বিনীথ গোয়েল। সেই সঙ্গে ডিরেক্টর, সিকিউরিটি পদে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা) দায়িত্ব নেবেন বিদায়ী কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। জাভেদ শামিম হচ্ছেন এডিজি এসটিএফ। এছাড়াও ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের সিপি মুরলী ধর হচ্ছেন বিধাননগরের পুলিশ কমিশনার। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী দায়িত্ব নেবেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে।
