আজ বেলা ১১টায় বালিগঞ্জে দূষণের মাত্রা ২০৩ মাইক্রোগ্রাম৷ ফোর্ট
উইলিয়মে দূষণের মাত্রা ২৪১ মাইক্রোগ্রাম, যাদবপুরে ১৮৩ মাইক্রোগ্রাম, রবীন্দ্র সরোবরে ১৪২ মাইক্রোগ্রাম ও রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে ১০৮ মাইক্রোগ্রাম৷
খুব খারাপ অবস্থা হাওড়ার ঘুসুড়িতে৷ সকাল ৬টা তেই ওই এলাকায় দূষণের মাত্রা ৩৫৪ মাইক্রোগ্রাম৷ সকাল ১১টায় দূষণের মাত্রা ৩৪৭ মাইক্রোগ্রাম৷ রিপোর্ট বলছে কালীপুজোর রাতেও দূষণের মাত্রা এতটা ছিল না। দিনদিন বাড়ছে কার্বন মনোক্সাইডের পরিমাণ। দূষণ পরিস্থিতি খতিয়ে দেখতে খড়গপুর আইআইটির গবেষকদের নিয়ে কমিটি তৈরি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর।
advertisement
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কলকাতার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দূষণ মাপে। দূষণ মাপার যন্ত্রে দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, যাদবপুর, রবীন্দ্র সরোবর, বালিগঞ্জ, বিধাননগরে দূষণ অনেক বেশি। কালীপুজোর রাতের চেয়েও দূষণ মাত্রা বেড়েছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা।