TRENDING:

SSKM হাসপাতালে ভয়াবহ আগুন !

Last Updated:

বিধ্বংসী আগুনের কবলে SSKM ৷ সোমবার রোনাল্ড রস বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে ৷ আগুনের জেরে ফাটছে গ্যাস সিলিন্ডার ঘটনাস্থলে পৌঁছেছেদমকের ২টি গাড়ি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধ্বংসী আগুনের কবলে SSKM ৷ সোমবার রোনাল্ড রস বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে ৷ অক্সিজেন সিলিন্ডার, রাসায়নিক পদার্থ মজুত ৷ তার জেরে আগুন দ্রুত ছড়াচ্ছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেদমকের ২টি গাড়ি ৷
advertisement

বহরমপুর মেডিক্যাল কলেজের স্মৃতি উসকে এবার আগুন লাগল সুপার স্পেশালিটি এসএসকেএমে। আজ দুপুর সোয়া এগারটায় আগুন লাগে হাসপাতালের রোনাল্ড রস ব্লকের পাঁচতলার লাইব্রেরিতে। আগুন দ্রুত ছড়াতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্ত্বরে। শুরু হয় যায় দৌড়াদৌড়ি। বাইরে বেরতে হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। ঘটনার পৌনে এক ঘণ্টা পর আসে দমকল। বিচ্ছিন্ন করা হয় বিদ্যুত সংযোগ। দমকলের উনিশটি ইঞ্জিনের চেষ্টায় আড়ই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

advertisement

সপ্তাহ শুরুর ব্যস্ততা এসএসকেএম জুড়ে। হঠাৎ চিৎকর শেনা যায় রোনাল্ড রস ব্লক থেকে। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দাউ দাউ করে জ্বলছে পাঁচতলার লাইব্রেরি।  বিভিন্ন জানলা দিয়ে বাড়ানো হাতে বাঁচার আকুল আর্তি।

কেউ কিছু বুঝতে পারছে না। পুলিশ, রোগী, আত্মীয় সকলেই দৌড়াদৌড়ি করছেন। চিৎকার, হইহট্টগোলের মধ্যে কোটে যায় পনের মিনিট। এসে পৌঁছয়না দমকল।

advertisement

ঘটনার পৌনে একঘণ্টা পর এসে পৌঁছয় দমকল। ততক্ষণে হাসপাতালের কর্মীরাই রোনাল্ড রস ব্লকের নীচের চলার সার্জারি ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ড থেকে নামিয়ে এনেছেন  রোগীদের।

দেরিতে আসার অভিযোগ উঠেছে দমকলের বিরুদ্ধে  ৷ পৌনে ১ ঘণ্টা পর দমকল আসে বলে অভিযোগ ৷ ল্যাডার ছাড়াই দমকলে পৌঁছয় ৷  ৪ তলায় আগুন লেগেছে ৷ ল্যাডার ছাড়া আগুন নেভানো সম্ভব নয় ৷ সুপার স্পেশালিটি হাসপাতালে দমকলের গাড়ি থাকা আবশ্যক ৷ কিন্তু SSKM-এ দমকলের কোনও গাড়ি ছিল কি? উঠছে প্রশ্ন ৷ হাসপাতালে জলের ব্যবস্থা নিয়েও ক্ষোভ

advertisement

ক্ষোভে রোগীর পরিজনরা ৷  হাসপাতালের মেন ব্লকে দমকলের ১টি গাড়ি থাকে ৷ আরেকটি গাড়ি থাকে ইমার্জেন্সিতে ৷ ইমার্জেন্সি থেকে ১টি গাড়ি প্রথমে আসে ৷ সেখান থেকে রোনাল্ড রস ব্লকে আসতে দেরি কেন? দমকলের ১টি গাড়ি এলেও জল ছিল না ৷ জলের ব্যবস্থা ছিল না কেন? প্রশ্ন রোগীর পরিজনদের ৷

পরিস্থিতি খতিয়ে দেখতে SSKM -এ পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ গেছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৭০ জন রোগী ছিলেন ৷ তাঁদের সরানো হয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণে ৷ দমকলের ১৬টি গাড়ি এসেছিল ৷ হাইড্রোলিক ল্যাডার এসেছিল ৷ সঙ্গে সঙ্গে দমকল আসে ৷ ১১.২১-এ আগুন লাগে, বললেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSKM হাসপাতালে ভয়াবহ আগুন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল