বারোটার পর সেই আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের প্রথমে দুটি ইঞ্জিন আসে। পরে আরও দুটি। তারপর আবারও আসে আরওএকটি। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা।
advertisement
কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷ দমকল সূত্রের খবর, সকলকে নিরাপদে বার করা হয়েছে, সম্ভবত ভিতরে কেউ আটকে নেই৷ এবং প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি৷ তবে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে৷
স্থানীয় একজন বলেছেন, কী থেকে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না। আগে বিল্ডিং এর লোকজনকে আগে করা হয়েছে এবং তারপর আগুন নেভানো হয়েছে। কিছু দাহ্য পদার্থ ছিল । এলপিজি সিলিন্ডার পাওয়া গেছে। তবে আপাতত পরিস্থিতি স্বাভাবিক।