TRENDING:

কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন, শ্বাসরোধ হয়ে মৃত ১

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাতসকালে কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন লাগে ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে ৷ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় কলেজের মেডিক্যাল স্টোর ৷ কলকাতা মেডিক্যাল কলেজে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় সইদুল ইসলাম মল্লিকের ৷
advertisement

এখনও অবধি ১ জনের মৃত্যুর খবরই মিলেছে ৷ মৃত সইদুল ইসলাম খানাকুলের বাসিন্দা ৷ সইদুলের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করলেন সইদুলের ছেলে ৷ তিনি বলেন, ‘আগুন লাগার পর স্ট্রেচার বা ট্রলি মেলেনি ৷ আমিই বাবাকে ধরে নীচে নামাই ৷ কিছুক্ষণ বাবা হাসপাতাল চত্বরেই বসেছিল ৷ বাবার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল ৷ পরে জরুরি বিভাগে নিয়ে গেলে বাবার মৃত্যু ৷’

advertisement

আরও পড়ুন: #BreakingNews: কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগুন লাগার পর ২৫০ জন রোগীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷ কাপড়ে মুড়িয়ে বের করা হয় রোগীদের ৷ খোলা আকাশের নীচে রাখা হয় রোগীদের ৷ উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ উদ্ধারকাজে সামিল হন রোগীর পরিজনেরাও ৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন, শ্বাসরোধ হয়ে মৃত ১