আগামী ৭ ও ১৪ই সেপ্টেম্বর, এই দুই দিন রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। দুটি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী। সেই সংখ্যার গুরুত্ব মাথায় রেখে প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
ডায়বেটিক হয়েও আম খেতে ভালবাসেন? গবেষণায় উঠে এল আশ্চর্য তথ্য… জানলে অবাক হবেন আপনিও!
advertisement
সুখবর! ভাতা বাড়ল কাদের কত? ভোটের আগেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!
✅ কী কী নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে?
- প্রত্যেক জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক পুরো পরীক্ষার তত্ত্বাবধানে থাকবেন।
- প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের সরকারি আধিকারিক। তাঁদের দায়িত্বেই চলবে নজরদারি।
- সব পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা, যাতে সম্পূর্ণ রেকর্ডিং রাখা যায়।
- পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে হবে ফ্রিস্কিং (শারীরিক তল্লাশি)। কোন কেন্দ্রে কেমনভাবে ফ্রিস্কিং হবে, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন।
- পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ মোবাইল ফোনসহ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
- ঘড়ি পরাও নিষিদ্ধ। পরীক্ষার্থীরা হাতে ঘড়ি পরে কেন্দ্রে ঢুকতে পারবেন না।
- প্রতিটি ঘরে থাকবে ওয়াল ক্লক, যাতে পরীক্ষার্থীরা সময় বুঝে পরীক্ষা দিতে পারেন।
advertisement
advertisement
এই নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিব নিজে পাঠিয়েছেন জেলাশাসকদের কাছে, স্পষ্ট করে জানানো হয়েছে—পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে রাজ্যের সর্বোচ্চ অগ্রাধিকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 2:32 PM IST