TRENDING:

SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন

Last Updated:

৫ লক্ষাধিক পরীক্ষার্থী, SSC নিয়োগ পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা! মোবাইল-ঘড়ি নিষিদ্ধ, বাধ্যতামূলক সিসিটিভি—নবান্নর নির্দেশে এবার কঠোর নজরদারি। জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। আপনি প্রস্তুত তো?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসন্ন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাকে ঘিরে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা যাতে নিরবচ্ছিন্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের উদ্দেশে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন
শিক্ষক নিয়োগের SSC পরীক্ষা ঘিরে কড়া নজরদারি, নির্দেশিকা পাঠাল রাজ্য সরকার
শিক্ষক নিয়োগের SSC পরীক্ষা ঘিরে কড়া নজরদারি, নির্দেশিকা পাঠাল রাজ্য সরকার
advertisement

আগামী ৭ ও ১৪ই সেপ্টেম্বর, এই দুই দিন রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। দুটি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী। সেই সংখ্যার গুরুত্ব মাথায় রেখে প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

ডায়বেটিক হয়েও আম খেতে ভালবাসেন? গবেষণায় উঠে এল আশ্চর্য তথ্য… জানলে অবাক হবেন আপনিও!

advertisement

সুখবর! ভাতা বাড়ল কাদের কত? ভোটের আগেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! 

কী কী নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে?

  • প্রত্যেক জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক পুরো পরীক্ষার তত্ত্বাবধানে থাকবেন।
  • প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট র‍্যাঙ্কের সরকারি আধিকারিক। তাঁদের দায়িত্বেই চলবে নজরদারি।
  • advertisement

  • সব পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা, যাতে সম্পূর্ণ রেকর্ডিং রাখা যায়।
  • পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে হবে ফ্রিস্কিং (শারীরিক তল্লাশি)। কোন কেন্দ্রে কেমনভাবে ফ্রিস্কিং হবে, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন।
  • পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ মোবাইল ফোনসহ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
  • advertisement

  • ঘড়ি পরাও নিষিদ্ধ। পরীক্ষার্থীরা হাতে ঘড়ি পরে কেন্দ্রে ঢুকতে পারবেন না।
  • প্রতিটি ঘরে থাকবে ওয়াল ক্লক, যাতে পরীক্ষার্থীরা সময় বুঝে পরীক্ষা দিতে পারেন।

এই নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিব নিজে পাঠিয়েছেন জেলাশাসকদের কাছে, স্পষ্ট করে জানানো হয়েছে—পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে রাজ্যের সর্বোচ্চ অগ্রাধিকার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল