TRENDING:

Coromandel express accident: বাংলার কী দুঃখ আজ! কেউ ছেলে হারাল, কারও মা নিখোঁজ! চোখের জলই সম্বল

Last Updated:

ভর সন্ধেতে যেন ভেঙে গেল কয়েক লক্ষ স্বপ্ন। এক পলকে শেষ হয়ে গেল শতাধিক প্রাণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভর সন্ধেতে যেন ভেঙে গেল কয়েক লক্ষ স্বপ্ন। এক পলকে শেষ হয়ে গেল শতাধিক প্রাণ। বিকট শব্দে চুড়মাড় ট্রেন। দুর্ঘটনায়  খেলনা গাড়ির মতো ছিন্নভিন্ন  হয়ে গেল ট্রেনের কামরা । মৃতের সংখ্যা ২৬০ ছাড়িয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।  এখনও  পরিজন নিখোঁজ বহু মানুষের।
advertisement

আত্মীয় বা পরিজনের বেঁচে থাকার আশায় এখনও প্রহর গুণছেন অনেকেই। আর্তনাদের হাহাকারে যান ফেটে পড়ছে ঘটনাস্থল। ট্রেন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিল কাটোয়া থানার কৈথন গ্রামের মাল পাড়ার বাসিন্দা নির্মাণ শ্রমিক সাদ্দাম সেখ। আজ দুপুর বারোটা নাগাদ খোঁজ মেলে সাদ্দামের। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ।শেষমেশ আর বেঁচে ফেরা হল না কাটোয়ার এই বাসিন্দার।

advertisement

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও নিখোঁজ  জলপাইগুড়ি র ময়নাগুড়ির মাধবডাঙা ১ এর বাসিন্দা তরুন রায় (৩৩)। গুরুতর জখম হয়ে বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন শৈলেন রায় (৩৪) নামে আরও এক যুবক। দুজনে ময়নাগুড়ির মাধবডাঙা এলাকার বাসিন্দা। সম্পর্কে শালা,জামাইবাবু। একই সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা।পথে ভয়াবহ দুর্ঘটনা শিকার হতে হয় তাদের। জামাই বাবুর খোঁজ মিললেও এখনও নিঁখোজ তরুণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

ট্রেন দুর্ঘটনায় ফরাক্কা ব্লকের বেওয়া গ্রাম পঞ্চায়েতের বাঁকা গ্রামের প্রেমিক ঘোষ এখনও নিখোঁজ। ট্রেনে ওঠা পর্যন্ত মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল।  তারপরেই যেন থমকে যায় সবকিছু। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁর। দুর্ঘটনায় থেকে শয়ে শয়ে মৃত দেহ উদ্ধার করা হলেও এখনও ছেলের বাড়ি ফেরার আশা বুকে নিয়ে প্রহর গুণছে প্রেমিকের বাবা-মা। একটা সন্ধেই যেন এক লহমায় কেড়ে নিল বহু মানুষের শেষ সম্বল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel express accident: বাংলার কী দুঃখ আজ! কেউ ছেলে হারাল, কারও মা নিখোঁজ! চোখের জলই সম্বল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল