রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার, ২ মার্চ শিয়ালদহ থেকে রানাঘাট, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে যে ট্রেন চলাচল করে, তার একটি বড় অংশ বাতিল করা হয়েছে। ওই দিন চলবে না শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন)।
advertisement
আরও পড়ুন: ট্রেনে মিডল বার্থে টিকিট পেলে কতক্ষণ ঘুমনো যায়? জানুন রেলের নিয়ম
রবিবার (৩ মার্চ) শিয়ালদহ শাখায় বাতিল থাকবে রানাঘাট, হাসনাবাদ, হাবড়া, ডানকুনি, গোবরডাঙা, দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান এবং কাটোয়া লোকালের মতো আপ এবং ডাউন ট্রেন। শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে।
তবে যাত্রীদের সুবিধার্থে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বনগাঁ থেকে বারাসতের মধ্যে চলা লোকাল ট্রেনগলি শিয়ালদহ পর্যন্ত আসবে৷ বনগাঁ-শিয়ালদহ লোকাল চলবে বারাসত পর্যন্ত। কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার চক্ররেল পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে।