TRENDING:

Sealdah Local Trains Cancelled: শনিবার থেকে শিয়ালদহে বাতিল আপ ডাউন অধিকাংশ লোকাল, দু' দিন বিরাট হয়রানির আশঙ্কা

Last Updated:

বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে৷ কয়েকটি মেমু এবং এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দমদম জংশন স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ৷ আর তার জন্য আগামী শনিবার থেকে শিয়ালদহ মেন শাখার অধিকাংশ লোকাল ট্রেনই বাতিল করার কথা জানাল পূর্ব রেল৷ এ ছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে৷ কয়েকটি মেমু এবং এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার, ২ মার্চ শিয়ালদহ থেকে রানাঘাট, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে যে ট্রেন চলাচল করে, তার একটি বড় অংশ বাতিল করা হয়েছে। ওই দিন চলবে না শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন)।

advertisement

আরও পড়ুন: ট্রেনে মিডল বার্থে টিকিট পেলে কতক্ষণ ঘুমনো যায়? জানুন রেলের নিয়ম

রবিবার (৩ মার্চ) শিয়ালদহ শাখায় বাতিল থাকবে রানাঘাট, হাসনাবাদ, হাবড়া, ডানকুনি, গোবরডাঙা, দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান এবং কাটোয়া লোকালের মতো আপ এবং ডাউন ট্রেন। শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে যাত্রীদের সুবিধার্থে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বনগাঁ থেকে বারাসতের মধ্যে চলা লোকাল ট্রেনগলি শিয়ালদহ পর্যন্ত আসবে৷ বনগাঁ-শিয়ালদহ লোকাল চলবে বারাসত পর্যন্ত। কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার চক্ররেল পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Local Trains Cancelled: শনিবার থেকে শিয়ালদহে বাতিল আপ ডাউন অধিকাংশ লোকাল, দু' দিন বিরাট হয়রানির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল