TRENDING:

Kolkata News: ভোররাতে উল্টোডাঙ্গার পথে এ কী পড়ে! চমকে ওঠা দৃশ্য, এক অটোচালকের দাবিতেও রহস্য

Last Updated:

Kolkata News: ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্তে উল্টোডাঙ্গা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উল্টোডাঙ্গা মুচিবাজার তেলেঙ্গাবাগানে এক যুবককে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় (Kolkata News)। ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্তে উল্টোডাঙ্গা থানার পুলিশ।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

জানা গিয়েছে, রবিবার রাতে উল্টোডাঙা তেলেঙ্গাবাগানে একটি কালীপুজো হচ্ছিল। ভোর রাতে লোকনাথ দত্ত(২৬) নামে দত্ত বাগানের বাসিন্দা ওই যুবককে রাস্তার উপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপরই ওই ব্যক্তির ভাইয়ের কাছে ফোন যায়, তাঁর দাদা রাস্তার উপরে পড়ে আছে। তড়িঘড়ি লোকনাথ দত্তকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

advertisement

আরও পড়ুন: ভোটের আগেই শিলিগুড়িতে গুরুতর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে বিজেপি

উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের এক অটোচালক গোপাল ভাদুড়ী কেষ্টপুরের বাসিন্দা। তাঁকেও কয়েকজন মারধর করে। কিন্তু কে বা কারা মারধর করেছে, তা তিনি বলতে পারছেন না। মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য আরজিকর মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, কী ঘটেছে, তা তারা দেখেননি। কিন্তু ডান পায়ে একটি আঘাতের চিহ্ন আছে লোকনাথ দত্তের। পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে পরিবার। তদন্ত শুরু করেছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। এখনও পর্যন্ত পুলিশের কাছে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানতে পারা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

---অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: ভোররাতে উল্টোডাঙ্গার পথে এ কী পড়ে! চমকে ওঠা দৃশ্য, এক অটোচালকের দাবিতেও রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল