আরও পড়ুনঃ ঘটনার ঠিক পরের দিন কাকে ফোন করেছিল মনোজিৎ? কল ডিটেলসের রেকর্ডে ভয়ানক তথ্য!
২০১৮ সালের ১২ ডিসেম্বর তারিখের ওই চিঠিতে যুগ্ম পুলিশ কমিশনার (উদ্দেশে প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী আশঙ্কা প্রকাশ করেন যে, আগামী ১৩ ডিসেম্বর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন মনোজিত মিশ্র ফের গোলমাল পাকাতে পারে। চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয় যে, এর আগেও কলেজের বিভিন্ন অনুষ্ঠানে মনোজিত মিশ্র গন্ডগোল করেছে। সেই কারণে ফের এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ছিল। পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানের দিন কলেজ চত্বরে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানান তৎকালীন প্রিন্সিপাল।
advertisement
দক্ষিণ কলকাতার ল’ কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ফের তোলপাড় রাজ্য। ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত-সহ তিনজন। তাদের গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন ওই কলেজেরই পড়ুয়া। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী। তদন্তে জানা যাচ্ছে, সন্ধে সাড়ে ৭ টা থেকে রাত ১১টা বাজতে ১০ মিনিট, একটানা চলে অত্যাচার৷