শুটিং শুরু হচ্ছে প্রয়াত শিবসেনা নেতা বালঠাকরের বায়োপিক-এর!
অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ঘর ভাড়া মেটানো হচ্ছে না। এই নিয়ে বহুবার দরবার করেও লাভ না হওয়ায়, মামলা গড়ায় আদালতে। সেই মামলায় ঘর খালি করার নির্দেশ দেয় আদালত। সেইমতো ঘরের দরজায় উচ্ছেদের নোটিসও সাঁটানো হয়। এরপর গতকাল রাতে ঘর থেকে নাটকের সরঞ্জাম ও আসবাব বাইরে বের করে দেওয়া হয়। বাড়ির মালিক সপ্তর্ষি বসুর দাবি, আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ হয়েছে।
advertisement
কলকাতায় ‘ধড়ক’-এর শ্যুটিং, শহরে পা রাখলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী
মনোজ মিত্রের নাটকের সরঞ্জাম রাস্তায়! দক্ষিণ কলকাতার যতীন দাস রোডের ঘটনা ৷ নাটকের সরঞ্জাম রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ ৷ রিহার্সাল রুম থেকে মালপত্র ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে বাড়িওয়ালার বিরুদ্ধে ৷
মনোজ মিত্রের বাড়ির মালিক ডাঃ সপ্তর্ষি বসুর দাবি, ‘হাইকোর্টে মামলায় জিতেছি ৷ আমার কাছে আদালতের নোটিস রয়েছে ৷ তারপরই বাড়ি খালি করা হয়েছে ৷ দীর্ঘদিন ধরেই বাড়ির ভাড়া পাই না ৷ হাইকোর্টে এই নিয়ে মামলা চলছিল ৷ আদালতে জয়ের পরই বাড়ি খালি করেছি ৷ ’