ভাইয়ের মৃত্যুতে যেমন বারবার কান্নায় ভেঙে পড়ছেন বোন গোবিন্দ কৌর। সেরকমই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নয়, পরিবারের ‘ফাদার ফিগার’ মামাজি মনমোহন সিংহের মৃত্যুতে শোকে বিহ্বল তাঁর বোনের ছেলে গুরদীপ সিং এবং তাঁর স্ত্রী।
আরও পড়ুন: ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ৬৩ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন
advertisement
শারীরিক অসুস্থতার কারণে বোন গোবিন্দ কৌরের দিল্লি যাওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তবে তাঁরা চেষ্টা করছেন এমনটাই জানালেন তাঁর ছেলে গুরদীপ। মা যদি যেতে নাও পারেন, তিনি শুক্রবার বিকেলের মধ্যে দিল্লি পৌঁছবার চেষ্টা করছেন এমনটাই জানান তিনি।
আরও পড়ুন: প্রেম ছাড়া জীবন কাটে নাকি! ২০২৫ সালে কেমন যাবে আপনার প্রেম-সম্পর্কের ভাগ্য? জানুন জ্যোতিষকথা
অপরদিকে, মামজিকে নিয়ে একাধিক স্মৃতিচারণা উঠে এল তাঁর কথায়। কলকাতায় এলেই রাজভবনে ডেকে নিয়ে দেখা করার প্রসঙ্গ উঠে এল তাঁর স্মৃতিচারণে। মাসখানেক আগে দিল্লিতে গিয়ে কথাও হয়েছিল এবং ভিডিও কলে কলকাতায় বোনের সঙ্গে মনমোহন সিংয়ের কথা বলার বিষয়েও জানান তিনি।