টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে শহরে। তৃণমূল সূত্রে দাবি, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়েছে ওই টেলিফোনিক কথোপকথনে। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব এআইএফএফ সভাপতির। যদিও সেই প্রস্তাব কুণাল ঘোষ প্রত্যাখ্যান করেছেন বলেই দাবি তৃণমূলের তরফে। এই অডিও কথোপকথনের কোনওরকম সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ 18 বাংলা।
advertisement
অডিও পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝেই অনৈতিকভাবে পরোক্ষে ‘ঘুষ দেওয়ার’ কথা বলছেন কল্যাণ চৌবে। সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে তাই বড় পদের অফার দেওয়া হল মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষকে। কুণাল এই অফার প্রত্যাখ্যান করে বলেছেন, এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয়।