রাত ৮টা নাগাদ মানিক ভট্টাচার্যের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার তিনি সিবিআই দফতরে গেলে তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।
advertisement
সিবিআই দফতরে তিনি হাজিরা না দেওয়ায় এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে জেনারেল ডায়েরি করা হল ভবানীপুর থানায়। মঙ্গলবার ওই জেনারেল ডায়েরিটি করেন কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি)।
সূত্রের খবর, এসিপি-কে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রতিলিপি দেন। তার ভিত্তিতেই পুলিশ মানিক ভট্টাচার্যের খোঁজ শুরু করে। খুঁজে না পাওয়ার কারণে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় আজ যাদবপুর থানায়।
আরও পড়ুন: তালিকায় '৩৮ 'তৃণমূলী'..! কত জন 'সরাসরি' যোগাযোগে? চুঁচুড়ায় বড় বোমা ফাটালেন মিঠুন
এর আগে একাধিকবার ইডি ও সিবিআই-এর নোটিস দেওয়া হয়েছে মানিককে। বেশ কয়েকবার হাজিরাও দিয়েছেন তিনি। তবে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ইডি-র পেশ করা চার্জশিটে মানিকের নাম থাকায়, অভিযোগ আরও স্পষ্ট নয়। ইডি দাবি করেছে, করোনাকালে বিভিন্ন কলেজ থেকে পড়ুয়া পিছু ৫০০ টাকা করে নিতেন মানিক। শুধু তাই নয়, মানিকের বিরুদ্ধে বিভিন্ন সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, সে কথা নাকি জানতেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই দাবি সূত্রের।
