TRENDING:

মানিক ‘কোথায়’? সিবিআই দফতরে 'গরহাজির'! সন্ধান চেয়ে ডায়েরি যাদবপুর থানায়

Last Updated:

Manik Bhattyacharya: রাত ৮টা নাগাদ মানিক ভট্টাচার্যের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : নির্দিষ্ট সময় পেরিয়ে গেল। দেখা মিলল না মানিক ভট্টাচার্যের। মানিক ভট্টাচার্য এলেন না সিবিআই দফতরে। রাত আটটার মানিক ভট্টাচার্যর বাড়ি থেকে বেড়িয়ে হাইকোর্টের এ সি পি দেবাশীষ গঙ্গোপাধ্যায় যাদবপুর থানায় জেনারেল ডাইরি করেন।
মানিক ভাট্টাচার্য
মানিক ভাট্টাচার্য
advertisement

রাত ৮টা নাগাদ মানিক ভট্টাচার্যের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার তিনি সিবিআই দফতরে গেলে তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর! ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টালে বদলি স্থগিত, আসছে নির্দেশিকা

advertisement

সিবিআই দফতরে তিনি হাজিরা না দেওয়ায় এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে জেনারেল ডায়েরি করা হল ভবানীপুর থানায়। মঙ্গলবার ওই জেনারেল ডায়েরিটি করেন কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি)।

সূত্রের খবর, এসিপি-কে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রতিলিপি দেন। তার ভিত্তিতেই পুলিশ মানিক ভট্টাচার্যের খোঁজ শুরু করে। খুঁজে না পাওয়ার কারণে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় আজ যাদবপুর থানায়।

advertisement

আরও পড়ুন: তালিকায় '৩৮ 'তৃণমূলী'..! কত জন 'সরাসরি' যোগাযোগে? চুঁচুড়ায় বড় বোমা ফাটালেন মিঠুন

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

এর আগে একাধিকবার ইডি ও সিবিআই-এর নোটিস দেওয়া হয়েছে মানিককে। বেশ কয়েকবার হাজিরাও দিয়েছেন তিনি। তবে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ইডি-র পেশ করা চার্জশিটে মানিকের নাম থাকায়, অভিযোগ আরও স্পষ্ট নয়। ইডি দাবি করেছে, করোনাকালে বিভিন্ন কলেজ থেকে পড়ুয়া পিছু ৫০০ টাকা করে নিতেন মানিক। শুধু তাই নয়, মানিকের বিরুদ্ধে বিভিন্ন সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, সে কথা নাকি জানতেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই দাবি সূত্রের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মানিক ‘কোথায়’? সিবিআই দফতরে 'গরহাজির'! সন্ধান চেয়ে ডায়েরি যাদবপুর থানায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল