২০১৪ সালের টেটে অংশ নেন মালারানি পাল। কিন্তু ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না পর্ষদ তা জানায়নি বলে অভিযোগ। মামলকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু'টি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর ফলে তিনি বঞ্চিত হয়েছেন।
আরও পড়ুন: খাবার ডেলিভারি দিতে গিয়ে কুকুরের তাড়ায় ৩ তলা থেকে লাফ! মর্মান্তিক মৃত্যু
advertisement
আরও পড়ুন: রাঘব বোয়াল থেকে চুনো পুঁটি, ৫১৭ বছরের এই মেলা মাছপ্রেমীদের কাছে স্বর্গ! কোথায় হয় জানেন?
হাই কোর্টের পর্যবেক্ষণ, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে। কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন, তাঁর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরই মানিককে জরিমানা করে আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এখন মানিক যেহেতু জেলে রয়েছেন, তাই সেখানে হাইকোর্টের কপি নিয়ে যাবেন মামলকারীর আইনজীবী। মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে প্রাথমিক টেট ২০১৪ ফলপ্রকাশ হলে দেখা যায় পরীক্ষায় সফল হয়েছেন ওই পরীক্ষার্থী। ৮৭ নম্বর পেয়ে পাশ করেছেন। ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।