TRENDING:

Manik Bhattacharya: জেলে থাকার সময়ের ওষুধের বিল জমা দিলেন মানিক! পাশ হবে কি, ধন্দ বিধানসভায়

Last Updated:

বিধানসভার সূত্রের খবর, এই নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়। তিনি নানা রকম আইনগত ব্যাখ্যা দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধায়ক মানিক ভট্টাচার্যের একটি বিল জমা জমা দেওয়াকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে বিধানসভায়। রাজ্যের সমস্ত বিধায়কই বিধানসভার থেকে চিকিৎসার খরচ পান। তার জন্য তাঁকে প্রেসক্রিপশন এবং ওষুধের বিল জমা দিতে হয়। সেই বিল খতিয়ে দেখার পর বিধায়কের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়।
মানিক ভট্টাচার্য৷
মানিক ভট্টাচার্য৷
advertisement

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য এই সংক্রান্ত একটি বিল জমা দেন বিধানসভায়। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে যে সময়ের বিল মানিকবাবু জমা দিয়েছেন, সেই সময় তিনি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে ছিলেন।

এই বিষয়টি সামনে আসার পরই বিলের অনুমোদন ঘিরে বিতর্ক তৈরি হয়৷ জেলে থাকাকালীন কোনও বিধায়কের বিল বিধানসভা কি পরিশোধ করতে পারে? তা নিয়েই তৈরি হয় ধন্দ৷ কারণ জেলে থাকার সময় সমস্ত আবাসিকের খরচ মেটায় জেল কর্তৃপক্ষ। তাহলে এই বিল জমা দেওয়া কেন?

advertisement

আরও পড়ুন: ৫০ বছর অন্তরালে, এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম! বাংলাদেশে তোলপাড়

বিধানসভার সূত্রের খবর, এই নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়। তিনি নানা রকম আইনগত ব্যাখ্যা দেন। এরপর বিধায়কের আইনি বক্তব্য নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়।। কিন্তু তাঁরাও জানিয়ে দেন, জেলে থাকার সময় ওষুধ এবং চিকিৎসার সমস্ত খরচই যেহেতু জেল কর্তৃপক্ষ বহন করে, তাই আলাদা করে অর্থ বরাদ্দের কোন প্রশ্নই ওঠে না। সোমবার প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান অধ্যক্ষ। বিল মেটানোর নিয়ম কী, তা নিয়ে জেল সুপার সঙ্গে কথা বলেন অধ্যক্ষ। এই আলোচনার পরেই অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন, এই বিল ছাড়া হবে কি হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রসঙ্গত, অধ্যক্ষ এ নিয়ে সরাসরি কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘এই বিষয়টি একেবারেই বিধানসভার এক্তিয়ার ভুক্ত। এই নিয়ে আমি কিছু বলব না।’ অন্যদিকে মানিক ভট্টাচার্য বলেন, ‘এই বিষয়ে যা বলার অধ্যক্ষ বলবেন। আমার এই নিয়ে কিছু বলার নেই।’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: জেলে থাকার সময়ের ওষুধের বিল জমা দিলেন মানিক! পাশ হবে কি, ধন্দ বিধানসভায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল