TRENDING:

Manik Bhattacharya: মাদুলি-পৈতে ফিরে পেতে মরিয়া মানিক ভট্টাচার্য! আদালতে অদ্ভুত সওয়াল... ‘কাঠগড়ায়’ কারা জানেন?

Last Updated:

মানিকবাবু জানান, ওই দিনই তাঁর কাছ থেকে ৬টি জিনিস নিয়ে নেন ইডির ৩ আধিকারিক৷  মিথিলেশ মিশ্র, বিজয় কুমার ও সুরেন দাঁ৷ সেই ৬টি জিনিসের মধ্যে ছিল মাদুলি, পাথরের আংটি ও পৈতে৷ সে সব কিছুই সে সময় আলমারিতে তুলে রাখা হয় বলে জানিয়েছেন মানিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ২০২২ সালের ১০ অক্টোবর৷ তারপর, প্রায় এক বছর কেটে গিয়েছে৷ বর্তমানে তিনি জেলবন্দি৷ কিন্তু, এতদিন পরেও তাঁকে তাঁর ‘ব্যক্তিগত জিনিস’ ফেরত দেননি ইডি আধিকারিকেরা৷ এমনকি, ‘১০ বার’ বলার পরেও নয়৷ মঙ্গলবার, পৈতে, মাদুলি এবং পাথরের আংটি না পাওয়া নিয়ে আদালতে দাঁড়িয়েই ইডির তিন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মানিক ভট্টাচার্য৷ প্রশ্ন তুললেন, ঠিক কবে তিনি ওই ৬টা জিনিস ফেরত পাবেন?
advertisement

গ্রেফতারির আগেও একাধিকবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে৷ এদিন মানিক ভট্টাচার্য আদালতে জানান, যেদিন ইডি তাঁকে গ্রেফতার করে, সেদিনও তাঁকে ইডি অফিসে তলব করা হয়েছিল৷ ইডি অফিসে থাকাকালীনই তাঁকে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন: ‘এত তাড়াহুড়ো কেন?..’ বিতর্কিত ন্যায় সংহিতা বিল নিয়ে কড়া পদক্ষেপ, বিধানসভায় এল প্রস্তাব

advertisement

মানিকবাবু জানান, ওই দিন তাঁর কাছ থেকে ৬টি জিনিস নিয়ে নেন ইডির ৩ আধিকারিক৷  মিথিলেশ মিশ্র, বিজয় কুমার ও সুরেন দাঁ৷ সেই ৬টি জিনিসের মধ্যে ছিল মাদুলি, পাথরের আংটি ও তাঁর পৈতে৷ সে সব কিছুই সে সময় আলমারিতে তুলে রাখা হয় বলে জানিয়েছেন মানিক৷

কিন্তু, তাঁর অভিযোগ, এরপর ইডিকে বারবার বলা হলেও সেই মাদুলি, পৈতে তাঁকে ফেরত দেওয়া হয়নি৷ আদালতে মানিকের প্রশ্ন, বাজেয়াপ্ত জিনিসের তালিকায় ওই ৬টি জিনিস নেই, তাহলে সেগুলি কেন তাঁকে ফেরত দেওয়া হচ্ছে না?

advertisement

আরও পড়ুন: ‘কখনও যাব না..মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব!’, বিধানসভায় দাঁড়িয়ে হঠাৎ কেন একথা ফিরহাদের মুখে?

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

মানিক ভট্টাচার্যের অভিযোগ শুনে বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনার কাছে (এ বিষয়ে) কোনও ডকুমেন্টস আছে?’’ মানিক জানান, তাঁকে কোনও নথি দেওয়া হয়নি৷ সব শুনে বিচারক বলেন, সেই সমস্ত নথি নিয়ে আবারও আদালতে বিষয়টি উত্থাপন করতে হবে তাঁকে৷ অন্যদিকে, ইডি সূত্রের দাবি, এখন নয়, জেলমুক্তির সময়ই ওই ৬টি জিনিস পাওয়ার কথা মানিকের৷ তার আগে নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: মাদুলি-পৈতে ফিরে পেতে মরিয়া মানিক ভট্টাচার্য! আদালতে অদ্ভুত সওয়াল... ‘কাঠগড়ায়’ কারা জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল