গ্রেফতারির আগেও একাধিকবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে৷ এদিন মানিক ভট্টাচার্য আদালতে জানান, যেদিন ইডি তাঁকে গ্রেফতার করে, সেদিনও তাঁকে ইডি অফিসে তলব করা হয়েছিল৷ ইডি অফিসে থাকাকালীনই তাঁকে গ্রেফতার করা হয়৷
advertisement
মানিকবাবু জানান, ওই দিন তাঁর কাছ থেকে ৬টি জিনিস নিয়ে নেন ইডির ৩ আধিকারিক৷ মিথিলেশ মিশ্র, বিজয় কুমার ও সুরেন দাঁ৷ সেই ৬টি জিনিসের মধ্যে ছিল মাদুলি, পাথরের আংটি ও তাঁর পৈতে৷ সে সব কিছুই সে সময় আলমারিতে তুলে রাখা হয় বলে জানিয়েছেন মানিক৷
কিন্তু, তাঁর অভিযোগ, এরপর ইডিকে বারবার বলা হলেও সেই মাদুলি, পৈতে তাঁকে ফেরত দেওয়া হয়নি৷ আদালতে মানিকের প্রশ্ন, বাজেয়াপ্ত জিনিসের তালিকায় ওই ৬টি জিনিস নেই, তাহলে সেগুলি কেন তাঁকে ফেরত দেওয়া হচ্ছে না?
মানিক ভট্টাচার্যের অভিযোগ শুনে বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনার কাছে (এ বিষয়ে) কোনও ডকুমেন্টস আছে?’’ মানিক জানান, তাঁকে কোনও নথি দেওয়া হয়নি৷ সব শুনে বিচারক বলেন, সেই সমস্ত নথি নিয়ে আবারও আদালতে বিষয়টি উত্থাপন করতে হবে তাঁকে৷ অন্যদিকে, ইডি সূত্রের দাবি, এখন নয়, জেলমুক্তির সময়ই ওই ৬টি জিনিস পাওয়ার কথা মানিকের৷ তার আগে নয়৷