TRENDING:

Manik Bhattacharya Primary TET Scam: নিয়োগ কেলেঙ্কারি মামলায় হাইকোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্যের! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 'নির্দেশ' খারিজ

Last Updated:

Manik Bhattacharya Primary TET Scam: প্রাথমিক টেট শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যের। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাংশ খারিজ করল আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি প্রাথমিক টেট শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যের। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাংশ খারিজ করল আদালত। বস্তুত মানিক ভট্টাচার্যর সম্পত্তি বাজেয়াপ্ত করার যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন সেই অংশটি আজ খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্য
হাইকোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্য
advertisement

গত ২৭ ফেব্রুয়ারি মানিক ভট্টাচার্যর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি গত ২৫ জানুয়ারি মানিক ভট্টাচার্যকে ৫ লাখ টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজ সেই নির্দেশও খারিজ করল ডিভিশন বেঞ্চ। ২০১৭-র এক টেট পরীক্ষার্থীর ওএমআর শিট না দেওয়ায় এই জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

advertisement

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহেই জামিন পান মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য। ‘কারও কাছ থেকে টাকা নিয়েছেন, প্রমাণ নেই ইডির কাছে’, সেই প্রশ্নেই মিলেছে জামিন। জামিন মঞ্জুর করা হলেও শতরূপা ভট্টাচার্যকে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের কাছে জমা রাখার কথা বলা হয়েছে আদালতের তরফে। পাশাপাশি রাজ্যের বাইরে যেতে হলে বিশেষ আদালত থেকে অনুমতি নিতে হবে বলেই জানিয়েছে আদালত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, মানিক-জায়ার জামিন মঞ্জুর করতে গিয়ে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কার্যত ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, শতরূপা ভট্টাচার্য কারও কাছ থেকে কোনও টাকা নিয়েছেন, এই সংক্রান্ত কোনও প্রমাণ ইডির কাছে নেই। তিনি পালিয়ে যেতে পারেন কিংবা নথি বিকৃত করতে পারেন, এই মর্মেও আশঙ্কা প্রকাশ করেনি ইডি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya Primary TET Scam: নিয়োগ কেলেঙ্কারি মামলায় হাইকোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্যের! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 'নির্দেশ' খারিজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল