গত ২৭ ফেব্রুয়ারি মানিক ভট্টাচার্যর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি গত ২৫ জানুয়ারি মানিক ভট্টাচার্যকে ৫ লাখ টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজ সেই নির্দেশও খারিজ করল ডিভিশন বেঞ্চ। ২০১৭-র এক টেট পরীক্ষার্থীর ওএমআর শিট না দেওয়ায় এই জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
advertisement
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহেই জামিন পান মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য। ‘কারও কাছ থেকে টাকা নিয়েছেন, প্রমাণ নেই ইডির কাছে’, সেই প্রশ্নেই মিলেছে জামিন। জামিন মঞ্জুর করা হলেও শতরূপা ভট্টাচার্যকে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের কাছে জমা রাখার কথা বলা হয়েছে আদালতের তরফে। পাশাপাশি রাজ্যের বাইরে যেতে হলে বিশেষ আদালত থেকে অনুমতি নিতে হবে বলেই জানিয়েছে আদালত।
প্রসঙ্গত, মানিক-জায়ার জামিন মঞ্জুর করতে গিয়ে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কার্যত ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, শতরূপা ভট্টাচার্য কারও কাছ থেকে কোনও টাকা নিয়েছেন, এই সংক্রান্ত কোনও প্রমাণ ইডির কাছে নেই। তিনি পালিয়ে যেতে পারেন কিংবা নথি বিকৃত করতে পারেন, এই মর্মেও আশঙ্কা প্রকাশ করেনি ইডি।