বুধবার কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে এই তথ্য জানিয়েছেন তিনি। সিবিআই সূত্রে খবর, দিল্লিতে রয়েছেন মানিক ভট্টাচার্য ও সুপ্রিম কোর্টে তাঁর একটি মামলা চলছে, সে কারণে তিনি গতকাল নিজাম প্যালেসে রাত আট টার মধ্যে আসেননি। কলকাতা সিবিআই দফতরে জানিয়েছেন মানিক ভট্টাচাৰ্য। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে মানিক ভট্টাচাৰ্য স্বস্তি মিললেও সিবিআই সর্বত্র ভাবে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত।মঙ্গলবার হাই কোর্টের নির্দেশের পর মানিক ভট্টাচাৰ্যর যাদবপুরের বাড়িতে এসে দেখা যায়, ঘর বন্ধ।
advertisement
আরও পড়ুন: মানিক ‘কোথায়’? সিবিআই দফতরে 'গরহাজির'! সন্ধান চেয়ে ডায়েরি যাদবপুর থানায়
ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী জানান, "মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মানিক ভট্টাচাৰ্য বেরিয়েছেন। তাঁর স্ত্রীও বেরিয়েছেন। বাড়িতে কেউ নেই। " হাই কোর্টের নির্দেশের পরই সিবিআই দিল্লি সঙ্গে আলোচনা করে প্রশ্ন তালিকা তৈরী করেছে। যদিও সিবিআই আপাতত আগামী ২৪ ঘন্টা কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। বুধবার ফের শুনানি সুপ্রিম কোর্টে। সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কি? কারণ হাই কোর্টের নির্দেশ মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত আটটার মধ্যে হাজিরার নির্দেশ নিজাম প্যালেসে সিবিআই দফতরে।
আরও পড়ুন: শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর! ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টালে বদলি স্থগিত, আসছে নির্দেশিকা
পাশাপাশি, OMR শিট নিয়ে কারচুপি ও নষ্ট করার অভিযোগের তদন্ত ভার সিবিআইকে দেওয়ার নির্দেশ। সিবিআই হাই কোর্টের নির্দেশের পরই দিল্লী সিবিআই টিমের সঙ্গে আলোচনা করে। সিবিআই সূত্রে খবর, মানিক ভট্টাচাৰ্যকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই টিম বেশ কিছু প্রশ্ন তালিকা তৈরি করেছে। সিবিআই সূত্রে খবর, OMR সিট নষ্ট কারচুপির অভিযোগে সিবিআইকে তদন্ত নির্দেশ এবং মানিকের আজ হাজিরার নির্দেশের পর মূলত CBI জানার চেষ্টা করবে, কেন OMR সিট নষ্ট? কার নির্দেশে নষ্ট করা হয়? বেসরকারি সংস্থায় বরাত কার নির্দেশে দেওয়া হলো? নির্দিষ্ট বেসরকারি সংস্থাকে কেন বাছাই করা হয়েছিল? এত OMR শিট নষ্টর পিছনে কোন রহস্য রয়েছে? প্রাক্তন পর্ষদ সভাপতি হিসাবে মানিক ভট্টাচাৰ্য ভূমিকা কী ছিল? সিবিআইয়ের পাশাপাশি ইডি তদন্ত চার্জেসিটে মানিক ভট্টাচাৰ্য নাম "ল "বলে সেভ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ফোনে। একাধিক হোয়াটস্যাপ পার্থ মানিকের মধ্যে। টেট পরীক্ষা নিয়োগ, পরীক্ষা শুরু হওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ১০ মিনিট সময় চাওয়া সব কিছু ইডির চার্জশিটে উল্লেখ।
মানিকের বিরুদ্ধে বি এড, কলেজ ছাত্রদের থেকে করোনা সময়ও টাকা নেওয়া সহ টেট দুর্নীতিতে একাধিক অভিযোগ, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই বিষয়ে পার্থ ও মানিকের মধ্যে যোগাযোগ নিয়ে জানতে চায় সিবিআই।তবে আপাতত আগামী ২৪ ঘন্টা জন্য স্বস্তি মানিক ভট্টাচাৰ্যর। বুধবার সুপ্রিম কোর্টে শুনানি আছে। তবে মানিক ভট্টাচাৰ্য এখন কোথায়? দিল্লীতে রয়েছেন নাকি অন্য কোথাও? বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে দিকে সকলের নজর।
