শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এরপরই তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলের বিভিন্ন সংস্থায় হানা দেয় ইডি। এর আগে ২০ অক্টোবর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে।
ইডির নজরে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। এই ট্রেনিং সেন্টারে আসতেন মানিক ভট্টাচার্য, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ১৬ অক্টোবর তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আরও জানা গিয়েছে, তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পাঁশকুড়াতেও৷ পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মাইশোরা এলাকার রাসবিহারী প্রাইভেট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের হদিশ মেলে৷ জেলার একাধিক জায়গায় বেশ কয়েকটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
বারাসতের বাসিন্দা তাপসের আদি বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। প্রসঙ্গত, তাপসের ভাই বিভাসের স্ত্রী পারমিতা কয়েক মাস আগেই হাই কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষকের চাকরি খুইয়েছেন। এমনটা অভিযোগ-ও সামনে আসে, তাপস মণ্ডলকে বাঁচাতে রাতের অন্ধকারে ফাইল সরাচ্ছে তাঁর ভাই ও সাঙ্গপাঙ্গোরা! অভিযোগ করেন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। তদন্ত তল্লাশিতে আরও দুর্নীতি ফাঁসের আশঙ্কা রয়েছে। তাপস মণ্ডলের আদি বাসভূমি পাঁশকুড়ার হরেকৃষ্ণপুর গ্রাম এলাকায় রাতের অন্ধকারে তাঁর বিভিন্ন সংস্থা থেকে ফাইল সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।