হাইকোটে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ নভেম্বর। এরই মধ্যে আজ সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মানিক। সুপ্রিম কোর্ট তার আরজি শুনতে চায়নি।
আরও পড়ুন: পুজোয় বাড়িতে বসে মদ! এই চার অ্যাপ মোবাইলে রাখুন, লাইনে দাঁড়াতে হবে না
তবে সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে ১৬ নভেম্বর মামলার শুনানি নিষ্পত্তি করার জন্য। সুপ্রিম কোর্টে ইডির তরফে দাবি করা হয়, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। তিনি এতটাই প্রভাবশালী যে গ্রেফতারির ১ বছর পরেও তাঁকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়নি। তিনি বিধায়ক পদে বহাল রয়েছেন। যার ফলে জামিন পেলে তিনি তাঁর এক্তিয়ার ব্যবহার করে প্রমাণ নষ্ট সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।
advertisement
আরও পড়ুন: দেদার সেলফি, রিল! ফোনের চার্জ হঠাৎ শেষ, চার্জার ছাড়াই ফোন চার্জ দেওয়ার টিপস
তাছাড়া মানিকের বিরুদ্ধে রোজই নতুন নতুন তথ্য উঠে আসছে। হাইকোর্ট বিভিন্ন সময় সিবিআই, ইডিকে তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিচ্ছে। ফলে মানিকের জামিন দেওয়া উচিত হবে না। এরপর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টেই।