লিটল ম্যাগাজিন বিক্রি করতেন। প্রতিদিন কসবার বাড়ি থেকে নন্দনে যেতেন। শনিবারও কসবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সজল কাঞ্জিলাল। কিন্তু বাড়ি ফেরা হল না। মেট্রোয় দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল সজল কাঞ্জিলালের। পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আটষট্টি বছর বয়স। বিয়ে করেননি। পরিবারে কয়েকজন আত্মীয়। থাকতেন কসবার বোসপুকুরে। সেখান থেকে নন্দন। প্রতিদিন ছিল যাতায়াত। লিটল ম্যাগাজিন বিক্রি ছিল পেশা। শনিবারও নন্দনের দিকে িগয়েছিলেন সজল কাঞ্জিলাল। নাহ, আর ফেরা হল না। মেট্রোয় দুর্ঘটনায় বেঘোরে মৃত্যু হল তাঁর।
advertisement
শহরের লাইফলাইন মেট্রো। আর সেই মেট্রোই কাড়ল প্রাণ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পার্কস্ট্রিট থেকে ময়দানের দিকে যাচ্ছিল মেট্রো। দরজা বন্ধ হচ্ছে দেখে হাত বাড়িয়ে দেন লিটল ম্যাগাজিন ব্যবসায়ী। হাত আটকানো অবস্থাতেই মেট্রো ছুটতে থাকে। টানেলের দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন থার্ডরেলে। তারপরেই সবশেষ। থানা থেকে বাড়িতে জানানো হয় দুঃসংবাদ। প্রথমে পরিবার জানতে পারে দুর্ঘটনা ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর খবর।