প্রতিবেশী সুজয় দাস প্রতিবাদ করাতে মদ্যপ যুবকেরা সুজয়ের উপরে চড়াও হয়। সাহায্যের জন্য দাদা সুশান্ত যায় ভাইকে বাঁচাতে। তাতেই ঘটে বিপত্তি ৷ মদ্যপ যুবকরা সুশান্ত দাসের পেটে ছুরি দিয়ে আঘাত করে।
পাড়ার লোকেরা ছুটে আসতেই ভয়ে মদ্যপ যুবকরা পালিয়ে যায়। সুশান্ত দাস(৪৫) পেশায় টোটো চালক। তাকে প্রথমে অশোকনগর রাজ্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাসতে রেফার করা হয়। বর্তমানে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধিন তিনি। অশোক নগর থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করে সুশান্ত দাসের পরিবার।
advertisement
মঙ্গলবার রাতে গোপন সুত্রের খবর পেয়ে আশোকনগর ষ্টেশন চত্বর থেকে সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে। বাকিদের খোজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2019 4:33 PM IST