পুলিশ সূত্রে খবর, বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন। তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন তলার একটি ঘরে ছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী। বিকেল ৪:৫০ নাগাদ গেস্ট হাউজের কেয়ারটেকার একটি বিকট শব্দ শুনতে পান। পরপর দু’বার আওয়াজ শোনা যায় গুলির।
advertisement
কয়েক মুহূর্তের মধ্যেই তিনতলার ওই ঘরে কর্মচারীরা ছুটে গিয়ে দেখেন যুবক এবং ওই তরুণী দু’জনেই মাটিতে লুটিয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। তড়িঘড়ি তরুণীকে যাদবপুর এলাকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত সেই তরুণী।
পুলিশ সূত্রে খবর, প্রথমে যুবত তরুণীর ঊরুতে গুলি করেন। তারপর নিজেকে মাথায় গুলি করে আত্মঘাতী হন। ঘটনাস্থলে হোমিসাইড শাখার আধিকারিকরা উপস্থিত হয়েছেন। কেন ওই যুগল গেস্ট হাউজে উঠেছিলেন, কেন-ই বা গুলি করে আত্মঘাতী হলেন সেই যুবক, সব মিলিয়ে ধোঁয়াশা রয়েছে ঘটনা নিয়ে।