TRENDING:

থানায় জিজ্ঞাসাবাদের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুলিশি জিজ্ঞাসাবাদের চাপে মৃত্যু প্রৌঢ়ের। সিঁথি থানার বিরুদ্ধে অভিযোগ পরিবারের। বাষট্টি বছর বয়সের স্নেহময় দে'র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তাঁরই ভাই। মিথ্যে এই অভিযোগে প্রৌঢ়কে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার অভিযোগ। যদিও পুলিশের বক্তব্য, জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
advertisement

দমদমের কালীচরণ শেঠ লেন। এই পাড়াতেই বাড়ি স্নেহময় দে এবং তাঁর তিন ভাইয়ের। আরেক ভাই চঞ্চল দে না থাকলেও, বাড়িতে তাঁর একটি বিউটি পার্লার রয়েছে। দীর্ঘদিন ধরেই ভাইদের মধ্যে বনিবনা নেই। রবিবার অবশ্য সেই সম্পর্ক আরও তলানিতে ঠেকে। তাঁর পার্লারে আসা এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন চঞ্চল দে। অভিযুক্ত তাঁর নিজের দাদা স্নেহময়। সেই ঘটনাতেই এদিন,

advertisement

- বেলা সাড়ে ১২টা নাগাদ থানায় তলব করা হয় স্নেহময় দে'কে

- কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছে যান তিনি

- তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এসআই সোনালি দাস

- জিজ্ঞাসাবাদ চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি পুলিশের

- আরজি করে নিয়ে গেলে সোয়া একটা নাগাদ স্নেহময় দে'কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা

advertisement

- জিজ্ঞাসাবাদের চাপে ও ভয়ে মৃত্যু হয় বলে দাবি স্নেহময় দে'র পরিবারের

- তাঁর বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগও সাজানো বলে দাবি

- ষড়যন্ত্রের অভিযোগ দু'ভাই চঞ্চল ও চন্দনের বিরুদ্ধে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

জিজ্ঞাসাবাদের সময় প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে সিঁথি থানার পুলিশ। ভাইয়ের পরিবারের তোলা ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়েছেন চঞ্চল এবং চন্দন দে। দুই ভাইয়ের বিরুদ্ধে সিঁথি থানায় পালdটা অভিযোগ দায়ের স্নেহময় দে'র পরিবারের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
থানায় জিজ্ঞাসাবাদের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল