TRENDING:

যারা চুরি করেছে, তারাই দল ছাড়ছে: কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি মমতার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনের বছর একশোরও বেশি পুরসভায় ভোট। তার আগে দলবদলে কয়েকটি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। নজরুল মঞ্চে দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তৃণমূলনেত্রীর বার্তা, কাজ না করে যাঁরা চুরি করেছে তারাই দল ছাড়ছে। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, দল বদলেও বাঁচবেন না।
advertisement

সোমবার দলবদলে বিজেপিতে গেছেন অর্জুন সিংয়ের ভগ্নিপতি, নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। সঙ্গে গারুলিয়া পুরসভার ১২ জন কাউন্সিলর। মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাস। সঙ্গী বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলর।

লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকে দলবদলে এপর্যন্ত ৭টি পুরসভা হাতছাড়া হল তৃণমূলের। (ম্যাপ গ্রাফিক্স ইন) মুকুল রায়, শুভ্রাংশু রায়, অর্জুন সিংদের খাসতালুক ভাটপাড়া, কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহর, গারুলিয়া পুরসভার পাশাপাশি দার্জিলিং ও বনগাঁ পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর এখন বিজেপিতে। (ম্যাপ গ্রাফিক্স আউট)

advertisement

এই আবহেই মঙ্গলবার দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলত্যাগীদের কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী।

তৃণমূলের আরও বিধায়ক ও কাউন্সিলর দল ছাড়বেন বলে দাবি করছেন বিজেপি নেতারা। নজরুল মঞ্চের সভায় তৃণমূলনেত্রীর সাফ কথা, দল ছাড়তে চাইলে চলে যান।

বিজেপি টাকা ছড়িয়ে দল ভাঙাচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূলনেত্রী। পরের বছর রাজ্যের একশোটিরও বেশি পুরসভায় ভোট। তার আগে দলবদলের জেরে কয়েকটি পুরসভা হাতছাড়া হওয়ায় খানিকটা চাপে তৃণমূল। সেই চাপ কাটিয়ে পুরভোটের লড়াইয়ে আগে দলকে চাঙা করতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
যারা চুরি করেছে, তারাই দল ছাড়ছে: কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি মমতার