ঘোষণা করেছিলেন অনেক আগে। সেই মতোই ভিন রাজ্যে গিয়ে মোদি বিরোধী প্রচারে ঝড় তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৩১ মার্চ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তাঁর সভা
এ বছরের শুরুতেই মমতার ব্রিগেড দেখেছে মোদি বিরোধী মহাজোটের মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন এই মহাজোটের অন্যতম স্থপতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী, টিডিপির চন্দ্রবাবু নায়ডুও। এবার চন্দ্রবাবুর রাজ্যে যাচ্ছেন মমতা। সেখানে গিয়ে ফের তিনি মোদি সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে নিয়ে যাবেন। চন্দ্রবাবু নায়ডুর উদ্যোগে, মোদি বিরোধী সেই মঞ্চে উপস্থিত থাকার কথা অরবিন্দ কেজরিওয়াল, ওমর আবদুল্লা-সহ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির শীর্ষ নেতাদের।
advertisement
৫ এপ্রিল মমতার সভা অসমের ধুবড়িতে
বিজেপি শাসিত অসমে এবার ৯টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তাঁদের মধ্যে নুরুল ইসলাম চৌধুরীর সমর্থনে, কোচবিহার থেকে ৮০ কিলোমিটার দূরের ধুবড়িতে সভা করবেন তৃণমূলনেত্রী।