TRENDING:

পেট্রোল ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধি নিয়ে মোদিকে বিঁধলেন মমতা

Last Updated:

পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া ! সেই আকাশছোঁয়া দাম নিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া ! সেই আকাশছোঁয়া দাম নিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন নরেন্দ্র মোদি ৷ এবার সেই একই ইস্যুতে মোদিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাহুল গান্ধীর মতই মমতাও কলকাতায় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদিকে ৷
advertisement

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মূল্যবৃদ্ধির জেরে পরিবহণ খরচ বেড়েছে ৷ অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানো উচিত ৷ কৃষক থেকে সাধারণ মানুষ সকলে ক্ষতিগ্রস্ত ৷ সব দলের একসঙ্গে লড়াই করা উচিত ৷ গতকাল চা-চর্চায় এই নিয়ে কথা হয়েছে ৷ কাল কলকাতায় আন্দোলন শুরু হবে ৷ দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন হোক ৷

শুধু পেট্রোল ডিজেলের দামই নয় ৷ জিএসটি এবং নোটবাতিল ইস্যু নিয়েও মোদিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, নোট বাতিল, জিএসটি-র প্রতিবাদ করেছি ৷ নোট বাতিলে দেশের অর্থনীতি বিপর্যস্ত ৷ কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কী হল?’ মোদির প্রতিশ্রুতি মত কারোওর ব্যাঙ্কে কোনও টাকাই পড়েনি ৷ প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছেন মোদি একের পর এক ৷ কিন্তু তা পূরণ করতে একেবারেই ব্যর্থ হয়েছেন মোদি ৷ এমনটাই এদিন অভিযোগ করলেন মমতা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুক্রবার বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তার একদিন আগেই ফের মোদি-মমতা সম্পর্ক আরও জটিল হল বলে মত রাজনৈতিক মহলের ৷ একইসঙ্গে শান্তিনিকেতন সমাবর্তন অনুষ্ঠানে দেশিকোত্তম সম্মান না দেওয়ার ঘটনারও নিন্দা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানে দেশিকোত্তম দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পেট্রোল ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধি নিয়ে মোদিকে বিঁধলেন মমতা