আরও পড়ুন: India vs New Zealand, 3rd ODI: ৭ উইকেটে হেলায় জিতে সিরিজ পকেটে পুরল ভারত
এনআরসি নিয়ে গত এক বছর ধরে উত্তপ্ত অসম, উত্তর পূর্ব। তার আঁচ পড়েছে এরাজ্যেও। নাগরিকপঞ্জি নিয়ে পরের টার্গেট যে বাংলা, তার ইঙ্গিত দিয়েছেন একাধিক বিজেপি নেতা। লোকসভা ভোটের আগে তাই সেই অস্ত্রকেই আরও একবার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলাশ্রীর মঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি, বাংলা থেকে কাউকে তাড়ান যাবে না। নাম না করে মোদিকে গব্বর সিং বলে কটাক্ষ করেন তিনি।
advertisement
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে মেধাতালিকা প্রকাশ না করলে SSC-র সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি
এদিনের মঞ্চ থেকে নাগরিকদের উপর কেন্দ্রের নজরদারি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কম্পিউটার, ইনটারনেট, মোবাইল - সবের মাধ্যমেই নাগরিকদের উপর নজরদারি চলছে।
আরও পড়ুন: ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান, প্রাণ বাঁচাতে প্যারাশুটে ঝাঁপ পাইলটের
নির্বচনের দিন যত এগিয়ে আসছে, যত বাড়ছে পারদ, ততই আক্রমণের সুর চড়ছে।