TRENDING:

গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না, বিজেপির গেরুয়া নকল গেরুয়া: মমতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খুলে গেল দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। উদ্বোধন অনুষ্ঠানে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তুললেন ভাগাভাগির প্রসঙ্গ। বাংলা মণীষীদের দেখানো পথেই চলবে। সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement

আরও পড়ুন: দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেছিলেন যত মত তত পথ। সেই রামকৃষ্ণদেবের কর্মক্ষেত্রে দাঁড়িয়েই ধর্ম নিয়ে ফের বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কথা দিয়েছিলেন কালীপুজোর আগেই খুলে যাবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। প্রতিশ্রুতি পূরণ করতে পেরে খুশি মুখ্যমন্ত্রী। তবে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি নিয়ে একসময়ে যে রাজনৈতিক বিরোধিতা হয়েছিল, তাও জানাতে ভুললেন না।

advertisement

আরও পড়ুন: #BREAKING: ভয়ঙ্কর ! অধ্যক্ষ ও স্কুল পড়ুয়া-সহ ৮০ জনকে অপহরণ

এদিন স্কাইওয়াক উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্কাইওয়াক তৈরি অনেকেই চায়নি ৷ আগে কেউ এনিয়ে ভাবেনি ৷ তিনটি দল অনেকভাবে আটকেছে ৷ হকারদের ভুল বোঝানো হয়েছিল ৷ অনেক লড়াই করে স্কাইওয়াক হল ৷ শুধু ধর্ম নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ ধর্ম আলাদা হোক, উৎসব সকলের ৷ যারা ধর্ম ধর্ম করে, কাজ করে না ৷ হিন্দু ধর্ম কারও একার নয় ৷ গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না ৷ উন্নয়নে হিন্দু-মুসলিম কীসের?

advertisement

বিজেপির গেরুয়া নকল গেরুয়া ৷ দেশ, রাজ্য সকলকে নিয়েই হয় ৷ ’

পূণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যে তৈরি স্কাইওয়াকে থাকছে একাধিক সুযোগ সুবিধা। এখানে রয়েছে-

-১৪টি চলমান সিঁড়ি

-৪টি লিফট

-প্রতি লিফটে ২০ জন উঠতে পারবেন

-জরুরি পরিস্থিতির মোকাবিলায় থাকছে ৭টি সিঁড়ি

-১২টি গেট

-রয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা

-ফায়ার অ্যালার্ম ও ওয়াটার স্প্রিংক্লার

-থাকছে ২০০টি দোকান

advertisement

-পূণ্যার্থীদের জন্য স্কাইওয়াকের উপরে নিকাশির ব্যবস্থা করা হয়েছে

-স্কাইওয়াকের সঙ্গে রেল স্টেশনের সরাসরি যোগাযোগ রয়েছে

-নীচ দিয়ে গাড়ি চলাচল করবে

বাংলা খবর/ খবর/কলকাতা/
গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না, বিজেপির গেরুয়া নকল গেরুয়া: মমতা