TRENDING:

'সাকেত খুব ভাল ছেলে', তৃণমূল মুখপাত্রের গ্রেফতারিতে ষড়যন্ত্রের তত্ত্ব মমতার

Last Updated:

প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজস্থান: তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারিকে রাজনৈতিক যষড়যন্ত্রই আখ্যা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজস্থানে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মমতা জানান, "আমি মনে করি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র।"
advertisement

প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ৷ সোমবার রাতে বিমানে নয়াদিল্লি থেকে জয়পুর পৌঁছন সাকেত৷ জয়পুর বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশ৷ সাকেত বিমানবন্দরে নামামাত্রই তাঁকে গ্রেফতার করা হয়৷ এই ঘটনার পরেই সাকেতের গ্রেফতারিকে প্রতিহিংসামূলক রাজনীতি বলে উল্লেখ করে ট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷

advertisement

advertisement

advertisement

সোমবার বেলা একটার কিছু পরে অজমেঢ় শরিফে পৌঁছন মমতা৷ সাকেতের গ্রেফতারি প্রসঙ্গে এদিন মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সাকেত খুব ভাল ছেলে। সাকেতের গ্রেফতারি খুব খারাপ। খুব দুঃখের ব্যাপার। ও কিছু ভুল করেনি৷ ও একজন ব্রাইট ও গুরুত্বপূর্ণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও ও খুব গুরুত্বপূর্ণ মানুষ। কেন গ্রেফতার করল? সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করার জন্য৷ সে তো আমার বিরুদ্ধেও অনেক ট্যুইট হয়। আমি মনে করি এটা রাজনৈতিক ষড়যন্ত্র।"

advertisement

মুখ্যমন্ত্রীর সফরের জন্য রাজস্থান সরকারের পক্ষ থেকেও আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ বিশেষ রুটও তৈরি করে দিয়েছে রাজস্থানের অশোক গেহলট সরকার৷

রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লিতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই এ দিন রাজস্থানে পৌঁছন তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
'সাকেত খুব ভাল ছেলে', তৃণমূল মুখপাত্রের গ্রেফতারিতে ষড়যন্ত্রের তত্ত্ব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল