প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ৷ সোমবার রাতে বিমানে নয়াদিল্লি থেকে জয়পুর পৌঁছন সাকেত৷ জয়পুর বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশ৷ সাকেত বিমানবন্দরে নামামাত্রই তাঁকে গ্রেফতার করা হয়৷ এই ঘটনার পরেই সাকেতের গ্রেফতারিকে প্রতিহিংসামূলক রাজনীতি বলে উল্লেখ করে ট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷
advertisement
সোমবার বেলা একটার কিছু পরে অজমেঢ় শরিফে পৌঁছন মমতা৷ সাকেতের গ্রেফতারি প্রসঙ্গে এদিন মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সাকেত খুব ভাল ছেলে। সাকেতের গ্রেফতারি খুব খারাপ। খুব দুঃখের ব্যাপার। ও কিছু ভুল করেনি৷ ও একজন ব্রাইট ও গুরুত্বপূর্ণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও ও খুব গুরুত্বপূর্ণ মানুষ। কেন গ্রেফতার করল? সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করার জন্য৷ সে তো আমার বিরুদ্ধেও অনেক ট্যুইট হয়। আমি মনে করি এটা রাজনৈতিক ষড়যন্ত্র।"
মুখ্যমন্ত্রীর সফরের জন্য রাজস্থান সরকারের পক্ষ থেকেও আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ বিশেষ রুটও তৈরি করে দিয়েছে রাজস্থানের অশোক গেহলট সরকার৷
রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লিতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই এ দিন রাজস্থানে পৌঁছন তিনি৷